নিজস্ব প্রতিবেদন:  এবার যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে পিএসজি স্ট্রাইকার জেসে রদ্রিগেজের বিরুদ্ধে। ২৭ বছর বয়সী তরুণ ফুটবলারের বিরুদ্ধে তাঁর প্রেমিকার মডেল বান্ধবীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। আর তাই পিএসজি-র সঙ্গে চুক্তি শেষ হওয়ার ছ মাস আগেই ছাঁটাই করে দেওয়া হচ্ছে জেসেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন - অলিম্পিকে ব্রেকড্যান্স! যুব সমাজকে যুক্ত করতে বিশেষ পদক্ষেপ IOC-র



অবৈধ সম্পর্কে জড়িয়েছেন পিএসজি স্ট্রাইকার। গত মাসে গ্র্যান্ড ক্যানারিয়াতে একটি পার্টিতে সামাজিক দূরত্বের নিয়ম উপেক্ষা করে মাস্ক না পরে ছবি দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এদিকে PSG-র তরফে এক বিবৃতিতে লেখা হয়েছে, প্যারিস সেইন্ট-জার্মেইনের সঙ্গে জেসে চুক্তি শেষ করতে সম্মত হয়েছেন। ৩০ জুন  ২০২১ সালে চুক্তি শেষ হওয়ার কথা ছিল।



আরও পড়ুন - বিন্দাস মেজাজে মাস্টার ব্লাস্টার, প্যারাসেইলিং করছেন সচিন, দেখুন ভিডিয়ো