অলিম্পিকে ব্রেকড্যান্স! যুব সমাজকে যুক্ত করতে বিশেষ পদক্ষেপ IOC-র
১৯৭০ সালে আমেরিকার হিপহপ সংস্কৃতির অন্তর্গত এই নাচের আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে গোটা বিশ্বেই ব্রেকড্যান্সের জনপ্রিয়তা তুঙ্গে।
নিজস্ব প্রতিবেদন: গ্রেটেস্ট শো অন আর্থ-অলিম্পিকের সঙ্গে এবার যুক্ত হল ব্রেকড্যান্স। একই সঙ্গে আরও তিনটি স্পোর্টিং ইভেন্ট প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাচ। বিশ্বের যুব সমাজকে আরও বেশি করে অলিম্পিকের সঙ্গে যুক্ত করাই তাঁদের প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন-AUS vs IND: বিরাট ব্যাটেও জয় অধরা, সিডনিতে শেষ টি-২০ তে হার টিম ইন্ডিয়ার
২০২৪ সালে প্যারিসে বসবে অলিম্পিকের আসর। সেই ইভেন্টেই ব্রেকড্যান্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইওসি-র প্রেসিডেন্ট। ব্রেকড্যান্সের পাশাপাশি সার্ফিং, স্টেকবোর্ডিং এবং স্পোর্টস ক্লাইম্বিংয়ের জনপ্রিয়তার কথা মাথায় রাখা হয়েছে বলে জানিয়েছেন থমাস বাচ। ব্রেকড্যান্স সহ মোট চারটি নতুন ইভেন্ট অন্তর্ভুক্ত করা হলে, বক্সিং এবং ভারত্তোলন বিভাগে বেশ কয়েকটা কাটছাঁট করার পরিকল্পনা রয়েছে আইওসি-র।
১৯৭০ সালে আমেরিকার হিপহপ সংস্কৃতির অন্তর্গত এই নাচের আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে গোটা বিশ্বেই ব্রেকড্যান্সের জনপ্রিয়তা তুঙ্গে।
২০২০ সালে টোকিওতে অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ২০২১ সালেও অলিম্পিকের আসর বসানো সম্ভব কিনা তা নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছেন আয়োজকরা।