নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কর (Sunil Gavaskar) ভূয়সী প্রশংসা করলেন কেকেআর ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)। ব্যাটিং মায়েস্ত্রো বলছেন, আইয়ার সেই অলরাউন্ডার সম্প্রতি যাঁর খোঁজ করছে ভারত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি আইপিএলের (IPL 2021) দ্বিতীয় ভাগে বদলে গিয়েছে কেকেআর। (KKR) নেপথ্যের অন্যতম কারিগর আইয়ার। গত মাসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে আইপিএল অভিষেক করেন আইয়ার। চার ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১২৬ রান। রয়েছে একটি অর্ধ-শতরানের ইনিংস। বল হাতেও নিজের দক্ষতা দেখিয়েছেন আইয়ার।


আরও পড়ুন: IPL 2021: মরুদেশে ঝড় তোলা এই সুন্দরী আইপিএল সঞ্চালিকা কে?


এক দৈনিকে গাভাসকর লেখেন, "কলকাতা এমন এক প্লেয়ারকে আবিস্কার করেছে, যার হাত ধরে ভারতের অলরাউন্ডারের খোঁজ মিটবে। হয়তো এক্সপ্রেস গতিতে বল করতে পারে না। কিন্তু ইয়র্কার খুব ভাল দিতে পারে। ব্যাটারদের স্লগ করতে দেয় না। ব্যাটার হিসাবে নিজেও সোজা খেলে। শর্ট বল খেলার জন্য দারুণ পজিশন এটা। প্রায় প্রতিটি বাঁ-হাতির মতোই আইয়ারও অফ-সাইডে অসাধারণ ড্রাইভ খেলে।" আইয়ার জানিয়েছেন যে, সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর আইডল। 'দাদা'র জন্যই আইয়ারের আইপিএল ফ্র্যাঞ্চাইজি হিসাবে কেকেআর ছিল প্রথম পছন্দ। কলকাতায় খেলে তাঁর স্বপ্নপূরণ হয়েছে।


ভেঙ্কটেশ কিন্তু শুধুই একজন ভাল ক্রিকেটারই নন, পড়াশোনাতেও তুখোড় তিনি। বিকম পাশ করার পর চার্টাড অ্যাকাউন্টেসি নিয়েই পড়াশোনা শুরু করেছিলেন। কিন্তু সিএ ফাইনাল না দিয়ে ক্রিকেটই বেছে নিয়েছিলেন তিনি। যদিও পরে অর্থনীতিতে এমবিএ করেন আয়ার। মোটা বেতনের চাকরি ছেড়ে বেছে নেন বাইশ গজের লড়াই। প্রাক্তন ক্রিকেটাররা অনেকেই মনে করছে যে, আইয়ারের সামনে সোনালী ভবিষ্যত পড়ে রয়েছে।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)