জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এফসি গোয়ার সহকারি কোচ হিসেবে যোগ দিচ্ছেন প্রাক্তন জাতীয় ডিফেন্ডার গৌরমাঙ্গি সিং (Gouramangi Singh)। দীর্ঘ ১৫ বছর জাতীয় দলের হয়ে খেলা এই প্রাক্তন ফুটবলার তিন বছর আগে ২০১৯ সালে কোচিংয়ে এ লাইসেন্স করেছেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন ক্লাবে যোগ দিয়ে গৌরমাঙ্গি বলছেন, "নতুন এই ক্লাবে যোগ দিয়ে আমি খুশি। আমার কোচিংয়ের উৎকর্ষ এতে আরও বাড়বে। গোয়ায় অতীতে খেলেছি। আমার দ্বিতীয় বাড়িও বলতে পারেন। প্রথম আইএসএলে চেন্নাইয়িনের হয়ে এফসি গোয়ার বিরুদ্ধে খেলেছি। এবার প্রতিপক্ষ নয়। গোয়া আমার দল হিসেবেই এবার প্রাধান্য পাবে।" এ লাইসেন্স পাওয়ার পরে বেঙ্গালুরু ইউনাইটেডের সহকারি কোচ হিসাবে তিন বছর কাটিয়েছেন গৌরমাঙ্গি। গত বছর তাঁর কোচিংয়ে কলকাতায় ডুরান্ড কাপের সেমিফাইনালে গিয়েছিল বেঙ্গালুরুর দলটি।


আরও পড়ুন: Virat or Rohit: বিরাট-রোহিতের মধ্যে কে বেশি প্রতিভাবান? বড় কথা বলে দিলেন পাক তারকা


আরও পড়ুনSourav Ganguly | British Parliament: ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে সম্মানিত 'বাংলার গর্ব' সৌরভ


আরও পড়ুনRoger Federer: কী ভাবে অবসরের ভাবনা উসকে দিলেন ফেডেরার? জানতে পড়ুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta A)