নিজস্ব প্রতিবেদন:  পদকজয়ী প্রাক্তন অ্যাথলিটের হাতে খুন মা এবং স্ত্রী। মার্কিন মুলুকে এমন নারকীয় কাণ্ড ঘটালেন এশিয়ান মিটে ভারতের ব্রোঞ্জ পদক জয়ী প্রাক্তন শটপাটার ইকবাল সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আমেরিকার পেনসিলভেনিয়ার ডেলাওয়ার কাউন্টিতে থাকতেন ইকবাল।  জানা গিয়েছে, নিজেই ছুরি দিয়ে স্ত্রী এবং মাকে খুন করে পুলিসের কাছে আত্মসমর্পণ করেন। এরপর নিজের অপরাধ স্বীকার করে নেন ৬২ বছরের ইকবাল। ফোন করে নিজেই নাকি পুলিসকে বাড়িতে ডাকেন। পুলিস এসে দেখেন, যে নিজের শরীরেও ছুরি দিয়ে আঘাত করেছেন ইকবাল। মার্কিন পুলিস ইকবালের বিরুদ্ধে জোড়া খুনের অপরাধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে।



১৯৮৩ সালে কুয়েতে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শটপাটে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ইকবাল সিং। এরপর পাকাপাকিভাবে আমেরিকায় থাকতে শুরু করেন তিনি। সেখানেই ট্যাক্সি ড্রাইভারের কাজ করতেন।


 


আরও পড়ুন - অবসরের পর বিশেষ উদ্যোগ! জম্মু ও কাশ্মীরের দুঃস্থ শিশুদের ক্রিকেট শেখাতে চান সুরেশ রায়না