কলকাতা: 'যদি বাঁচতে চান, পশ্চিম মেদিনীপুরে আসবেন না', উড়োচিঠিতে জীবননাশের হুমকি পেলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স তথা প্রাক্তন ভারতীয় আধিনায়ক সৌরভ গাঙ্গুলি। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি), এই উড়োচিঠি পান বেঙ্গল ক্রিকেটের অধিকর্তা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। সোমাবার (৯ জানুয়ারি), এই চিঠির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন 'মহারাজ'। সৌরভ গাঙ্গুলির দাবি এই হুমকি চিঠি নিয়ে জেলা পুলিশ সুপার এবং কলকাতা পুলিসকে অভিযোগ করেছেন তিনি। তবে কলকাতা পুলিসের ডেপুটি কমিশনার (দক্ষিণ-পশ্চিম ডিভিশন) মিরাজ খালিদ সৌরভ গাঙ্গুলির তরফ থেকে হুমকি চিঠি নিয়ে কোনও অভিযোগ এখনও পর্যন্ত পাননি বলেই জানিয়েছেন। 



উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (CAB) বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির। তবে এই হুমকি চিঠি পাওয়ার পর তিনই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাবেন কিনা এনিয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহন করেননি।