নিজস্ব প্রতিবেদন : এক সময়ে ময়দান দাপিয়েছেন প্রাক্তন ফুটবলার গৌতম ভট্টাচার্য্য। সবুজ-মেরুন জার্সিতে ক্রীড়াপ্রেমীদের মন জয় করেছেন তিনি। সময়ের সঙ্গে ময়দান ভুলেছে তার প্রাক্তনীকে। ক্রীড়াবিদের অনিশ্চিত জীবনে এসেছে আর্থিক অনটন। আজ স্ত্রীর হাসপাতালের বিলটুকু মেটানোর সামর্থ্য নেই মোহনবাগানের প্রাক্তন ফুটবলারের। পেনশনের টাকায় স্ত্রীর চিকিত্সার পাহাড়প্রমাণ খরচ সামলাতে পারছিলেন না তিনি। চিকিৎসার খরচ জোগাড় করতে বিক্রি করতে হয়েছে পৈতৃক সম্পত্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাথমিক পর্যায়ে সামান্য সাহায্য পেলেও স্ত্রীর চিকিৎসার খরচ চালাতে গিয়ে অথৈ জলে পড়েছিলেন প্রাক্তন ফুটবলার। অবশেষে সাহায্য মিলল দিদিকে বলো থেকে। নিরুপায় হয়ে দিদিকে বলোয় ফোন করেছিলেন গৌতমবাবু। সঙ্গে সঙ্গেই মিলল সাহায্য। স্ত্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হল প্রাক্তন ফুটবলারকে। 


ভবিষ্যতেও আর্থিক সহায়তা করা হবে আশ্বাস দেওয়া হয়েছে গৌতম ভট্টাচার্য্যকে। চিকিত্সা ও ওষুধের খরচ তুলে দেওয়া হবে প্রাক্তন ফুটবলারের হাতে।