নিজস্ব প্রতিবেদন : আর নয়। এবার থামতে চান তিনি। শেষ পর্যন্ত ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন প্রাক্তন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগের পরেই সবধরণের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নিউ জিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। দেশের জার্সিতে ১০১টি টেস্টে ৬৪৫৩ রান করেছেন ম্যাকালাম। টেস্টে ১২টি শতরান রয়েছে তাঁর। অন্যদিকে ২৬০টি একদিনের ম্যাচে ৬০৮৩ রান করেছেন ম্যাকালাম। রয়েছে ৫টি ওয়ানডে সেঞ্চুরি।আর ৭১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২১৪০ রান করেছেন তিনি। নিউ জিল্যান্ডের জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএল সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি ক্রিকেট লিগে ধারাবাহিকভাবে অংশ গ্রহন করেছেন। 


বর্তমানে গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় টরোন্টো ন্যাশানালসের হয়ে খেলছেন ব্রেন্ডন ম্যাকালাম। এই টুর্নামেন্টে খেলেই সবধরণের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন।



সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি ২০ বছরের পেশাদারী ক্রিকেটে তিনি যা অর্জন করেছেন তার জন্য গর্বিত।


আরও পড়ুন - ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্যে টিম ইন্ডিয়া