ফর্মুলা ওয়ান: আওয়াজে জোর, হালকা হচ্ছে ইঞ্জিন
ব্যুরো: ফর্মুলা ওয়ান মানেই কান ফাটানো আওয়াজ। ইঞ্জিনের এই আওয়াজই ট্রেড মার্ক রেসিংয়ের। ফর্মুলা ওয়ানের এই জনপ্রিয়তা আরও বাড়াতে এই আওয়াজকেই আরও বাড়ানোর উদ্যোগ নিল আয়োজকরা। হালকা হচ্ছে গাড়ির ইঞ্জিন। এমনকি ইঞ্জিনের জটিলতাও কমানো হচ্ছে। তবে আওয়াজের তীব্রতা বাড়ছে। আসলে প্রতিযোগীদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে ফর্মুলা ওয়ানের নতুন ম্যানেজিং ডিরেক্টর রস ব্রাউন। তিনি জানিয়েছেন গতির দৌড় দেখতে দর্শকরা পছন্দ করেন। তাই গাড়ির গতি বাড়াতেই ইঞ্জিন হালকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন- ভিভিএসের জন্মদিনে 'লক্ষ্মণ রেখা' পার সচিনের, ফাঁস করলেন 'রানের রহস্য'