জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) , ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), নেইমারের (Neymar) মতো তাঁর ফুটবল দেখার জন্যও অপেক্ষা করছিল দুনিয়া। তবে শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি হল। হাঁটুর চোট সারিয়ে সুস্থ হতে পারলেন না পল পোগবা (Paul Pogba)। ফলে ফ্রান্সের (France) জার্সি গায়ে চাপিয়ে আসন্ন কাতার বিশ্বকাপে (FIFA World Cup Qatar 2022) এই তারকা মিড ফিল্ডারকে দেখা যাবে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটারে এই খবরটা জানিয়ে দিলেন তাঁর এজেন্ট রাফায়েলা পিমেন্তা। পোগবা এজেন্ট রাফায়েলা পিমেন্তা সংবাদমাধ্যমকে বলেছেন, 'অস্ত্রোপচারের পর পল পোগবার সুস্থ হয়ে উঠতে আরও সময় লাগবে।' 



২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় ফ্রান্স। লুজনিকি স্টেডিয়ামের সেই মেগা ফাইনালে ৫৯ মিনিটে গোল করেছিলেন তারকা মিড ফিল্ডার। এহেন পল পোগবা এবার আসন্ন বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগেই ছিটকে গেলেন। 


আরও পড়ুন:  Virat Kohli Privacy Breach: বিরাট কোহলির নিরাপত্তায় ব্যাঘাত, ক্ষোভে ফুঁসছেন রাহুল দ্রাবিড়


আরও পড়ুন:  ICC T20 World Cup 2022, IND vs BAN: রোহিত-শাকিবদের ভাগ্যে বাধা হতে পারে বৃষ্টি! কী বলছে অ্যাডিলেডের হাওয়া অফিস?



পল পোগবা কাতার বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, সেই প্রশ্ন গত জুলাই মাসেই উঠে গিয়েছিল। কারণ লস অ্যাঞ্জেলেসে জুভেন্টাসের অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছিলেন। শুরুর দিকে এই চোট অত গুরুতর মনে না হলেও পরে জানা গেল, অস্ত্রোপচার প্রয়োজন। সেপ্টেম্বরে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। তবে সুস্থ হতে তাঁর আরও সময় লাগবে। সেটা তাঁর এজেন্ট নিশ্চিত করলেন। 


এই চোটের জন্যই ফ্রান্স জাতীয় দলের তিনি যোগ দিতে পারেননি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গত জুলাইয়ে ফ্রি-তে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন। তবে চোটে বেহাল পল পোগবার ম্যাচ খেলা তো অনেক দূরের কথা, মাঠে নেমে অনুশীলন পর্যন্ত করতে পারেননি। ২৯ বছরের পল পোগবার পক্ষে এই বিশ্বকাপ খেলা সম্ভব নয়। ২০২৬ সালের বিশ্বকাপে তিনি মাঠে নামতে পারেন কিনা সেটাই দেখার। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)