Virat Kohli Privacy Breach: বিরাট কোহলির নিরাপত্তায় ব্যাঘাত, ক্ষোভে ফুঁসছেন রাহুল দ্রাবিড়

Virat Kohli Privacy Breach: বিরাট কোহলির সঙ্গে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিল পারথের হোটেল। এর পাশাপাশি ওই হোটেল ভারতীয় ক্রিকেট দল এবং আইসিসি-র কাছেও ক্ষমা চেয়েছে।

Updated By: Nov 1, 2022, 02:46 PM IST
Virat Kohli Privacy Breach: বিরাট কোহলির নিরাপত্তায় ব্যাঘাত, ক্ষোভে ফুঁসছেন রাহুল দ্রাবিড়
বিরাট কোহলির নিরাপত্তায় ব্যাঘাত, ক্ষোভে ফুঁসছেন রাহুল দ্রাবিড় ও টিম ইন্ডিয়া। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। পারথের টিম হোটেলে বিরাট কোহলির (Virat Kohli) ঘরের ভিডিয়ো ভাইরাল হওয়ার ব্যাপারটা নিয়ে এবার মুখ খুলতে বাধ্য হলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। চিঠি দিয়ে বিরাটের (Virat Kohli Privacy Breach) কাছে ক্ষমা চেয়েছে পারথের ক্রাউন রিসোর্ট হোটেল কর্তৃপক্ষ (Crown Resorts)। ঘটনার সঙ্গে জড়িত সেই কর্মীকে ইতিমধ্যেই নির্বাসিত করা হয়েছে। যদিও টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ দ্রাবিড়ও দলের তারকা বিরাটের মতোই ক্ষোভে ফুঁসছেন। এবং বিরক্ত। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে সেটা অকপটে জানিয়ে দিলেন দ্রাবিড়। 

দ্রাবিড়কে এই ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে তিনি অকপটে বলেন, 'অবশ্যই গোটা ব্যাপারটা খুবই হতাশাজনক। এবং বিরাটের সঙ্গে দলের বাকি সব সদস্য। এই ঘটনার জন্য খুবই ক্ষিপ্ত। এমন ঘটনা সামনে এলে কেউই স্বস্তিবোধ করবে না। বিরাটের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। বিষয়টা হতাশাজনক হলেও ইতিমধ্যেই হোটেল কর্তৃপক্ষ যাবতীয় পদক্ষেপ নিয়েছেন। আশাকরি এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।' 

সবসময় প্রচারমাধ্যম ও সমর্থকদের থেকে হোটেলে নিজের ঘরে যে ক্রিকেটাররা স্বস্তিতে থাকেন সেটাও জানাতে ভুললেন না দ্রাবিড়। তিনি যোগ করেন, 'বেশিরভাগ সময় আমাদের প্রচারের আলোয় থাকতে হয়। আমাদের সামনে পেলেই সবাই ক্যামেরা তাক করে থাকে। এখন তো আবার স্মার্ট ফোন ও সেলফির যুগ। দিনের শেষে হোটেলের ঘরটাই আমাদের কাছে শান্তির জায়গা। সেখানে নিজের মতো করে সবাই সময় কাটায়। অনেক ব্যক্তিগত জিনিসপত্র থাকে। সেগুলো সবার সামনে আসুক কেউই চাইবে না। এই ব্যাপারগুলো সমর্থকদের মাথায় রাখা উচিত।'  

আরও পড়ুন:  Watch | Virat Kohli | T20 World Cup 2022: 'আমার প্রাইভেসি কোথায়?' কোহলির হোটেল রুমের ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল

আরও পড়ুন: Virat Kohli Privacy Breach: চিঠি দিয়ে কোহলির কাছে ক্ষমা চাইল পারথের হোটেল, সাসপেন্ড হলেন সেই কর্মীও!

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

সোমবার পারথ থেকে অ্যাডিলেড উড়ে যাওয়ার আগে বিরাটের ঘরে ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। বিষয়টা জানতে পেরেই ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক। লিখেছিলেন, 'আমি বুঝি যে, ফ্যানরা তাদের ফেভারিট প্লেয়ারদের দেখলে রোমাঞ্চিত হয়ে পড়ে। তাদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকে। এই বিষয়টি নিয়ে আমি সবসময় প্রশংসা করেছি। কিন্তু এই ভিডিয়ো সাংঘাতিক। আমার প্রাইভেসি নিয়ে আমি ভীত। যদি আমি নিজের হোটেল রুমেই কোনও ব্যক্তিগত পরিসর না পাই, তাহলে সেটা আমি কোথায় প্রত্যাশা করতে পারি? এরকম ফ্য়ানাটিসিজম আমার কাছে একদমই ঠিক নয়। আমার গোপনীয়তায় ঢুকে পড়া হচ্ছে। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করতে শিখুন। তাদের বিনোদনের পণ্য ভাববেন না।'

বিরাটের এমন পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বেকায়দায় পড়ে যায় ক্রাউন রিসোর্ট হোটেল কর্তৃপক্ষ। সেই কাজের সঙ্গে যুক্ত কর্মীকে নির্বাসিত করার পাশাপাশি চিঠি লিখে বিরাটের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে ক্রাউন রিসোর্ট হোটেলের আধিকারিকরা। ক্রাউন রিসোর্ট চিঠিতে লিখেছে, 'চূড়ান্ত হতাশাজনক'! 'আমাদের হোটেলে অতিথিদের নিরাপত্তা ও গোপনীয়তা সর্বাধিকার পায়। আমরা এই ঘটনায় অত্যন্ত হতাশ। আমরা আমাদের অতিথির কাছে অকপটে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এরকম আচরণের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি। আমাদের মান কী, তা আমাদের টিম মেম্বারদের জানানো আছে। ক্রাউন অবিলম্বে পদক্ষেপ নিয়েছে বিষয়টি সংশোধনের জন্য। যে এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। মূল ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও তুলে নেওয়া হয়েছে। ক্রাউন তদন্ত চালাবে। প্রয়োজনীয় সেই সব পদক্ষেপ নেবে, যাতে এমন ঘটনা ভবিষ্যতে আর না হয়। আমরা ভারতীয় ক্রিকেট দল ও আইসিসি-র কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি। আমরা এক সঙ্গে এই ঘটনার তদন্তের স্বার্থে কাজ করব।'

সেই ঘটনার পর ভারতীয় দলের সঙ্গে বিরাট অ্যাডিলেডে চলে এসেছেন। দল এখন বাংলাদেশের বিরুদ্ধে কামব্যাক করতে মরিয়া। এরমধ্যে আবার অ্যাডিলেডের আকাশ মেঘলা। বৃষ্টিও হয়েছে। ফলে টিম ইন্ডিয়াকে মাঠের বদলে ইন্ডোরে গিয়ে সারতে হয়েছে অনুশীলন। কিন্তু 'বিরাট' বিতর্ক কিন্তু থামার নাম নেই। বরং বেড়েই চলেছে।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.