নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপে প্রথমবার ফাইনালে ওঠার হাতছানি বেলজিয়ামের সামনে। অন্যদিকে ২০ বছর পর আবার বিশ্বকাপ জয় থেকে দু'ধাপ দূরে দাঁড়িয়ে ফ্রান্স। মঙ্গলবার ভারতীয় সময় রাত ১১.৩০-এ সেন্ট পিটার্সবার্গে একদিকে বেলজিয়ামের 'সোনালী প্রজন্ম' অন্যদিকে ফ্রান্সের তারুণ্যের লড়াই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

** পরিসংখ্যানে ফ্রান্স-বেলজিয়াম লড়াই


# দ্বিতীয়বার বিশ্বকাপের সেমি ফাইনালে বেলজিয়াম। এর আগে ১৯৮৬ সালে শেষ চারে পৌঁছেছিল তারা। মারাদোনার আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। অন্যদিকে ষষ্ঠবার বিশ্বকাপের সেমি ফাইনালে ফ্রান্স। শেষ চারে আগের পাঁচ লড়াইয়ের তিনটিতেই হেরেছে ফরাসিরা। ১৯৯৮ সালে ক্রোয়েশিয়া ও ২০০৬ সালে পর্তুগালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স।


# বিশ্বকাপে ফ্রান্স-বেলজিয়ামের এটি তৃতীয় সাক্ষাত্ হতে চলেছে। আগের দু বারই জিতেছে ফ্রান্স। ১৯৩৮ সালে প্রথম রাউন্ডে ৩-১ গোলে এবং ১৯৮৬ সালে তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে বেলজিয়ামকে হারায় ফ্রান্স।


# ইউরোপের দুই প্রতিবেশী দেশ বেলজিয়াম ও ফ্রান্সের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসটা দীর্ঘ। এর আগে ৭৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। ফ্রান্স জিতেছে ২৪টি ম্যাচ, বেলজিয়াম জিতেছে ৩০টি ম্যাচ। বাকি ১৯টি ম্যাচ ড্র হয়েছে।


# ২০১৫ সালে জুন মাসে শেষ প্রীতি ম্যাচে ফ্রান্সকে ৪-৩ গোলে হারায় রেড ডেভিলরা। টানা ২৩ ম্যাচ অপরাজিত রবের্তো মার্টিনেজের দল। ২০১৬ সালে ইউরোর কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিরুদ্ধে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ হেরেছিল বেলজিয়াম।


আরও পড়ুন - প্রথম সেমি ফাইনালের সম্ভাব্য প্রথম একাদশ!