নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করল ফ্রান্স। প্রথমার্ধেই এক গোলে এগিয়ে যায় ইউএসএ। ম্যাচের শেষ লগ্নে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান কাইলিয়ান এমবাপ্পে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- গানে গানেই শুরু হবে ফুটবলের মহাযুদ্ধ, উদ্বোধনী মঞ্চে মধ্যমণি বিশ্বকাপ জয়ী রোনাল্ডো


ম্যাচের প্রথমার্ধে ফ্রান্সের রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে এগিয়ে যায় মার্কিন দল। ইউএসএর হয়ে গোল করেন জুলিয়ান গ্রিন। গোটা ম্যাচে বল দখলে রাখলেও জিততে ব্যর্থ হয় দিদিয়ের দেশঁর দল। ম্যাচ জুড়ে পল পোগবা, অ্যান্টনিও গ্রেইজম্যান সমৃদ্ধ ফ্রান্স দল বল জালে জড়াতে পারেনি। ম্যাচের ৮০ মিনিটে ফ্রান্সের হয়ে কাঙ্খিত গোলটি করেন কাইলিয়ান এমবাপ্পে। অ্যান্টিনও গ্রেইজম্যানের পাস থেকে গোল করে দলের হার বাঁচান এই তরুণ স্ট্রাইকার। ১৬ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে ফ্রান্স।


আরও পড়ুন- দ্বিতীয়বার বিয়ে করলে হাসিনকে নিমন্ত্রণ করব : শামি