French Open 2019: রোলা গারোঁয় রাফা ঝড়! ফেডেক্সকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে নাদাল
নাদাল-ফেডেরার দ্বৈরথ যেন টেনিসের এল ক্লাসিকো। আর রোলা গারোঁয় কেন তিনি রাজা সেটা বুঝিয়ে দিলেন শুরু থেকেই।
নিজস্ব প্রতিবেদন : ক্লে কোর্টের সম্রাটের কাছে টেনিসের মহাতারকার হার। ফরাসি ওপেনের সেমি ফাইনালে রজার ফেডেরারকে স্ট্রেট সেটে হারালেন রাফায়েল নাদাল। বলা ভালো ফ্রাইডে ফাইটে নাদালের কাছে কার্যত আত্মসমর্পণ করতে হল সুইস তারকাকে।
নাদাল-ফেডেরার দ্বৈরথ যেন টেনিসের এল ক্লাসিকো। আর রোলা গারোঁয় কেন তিনি রাজা সেটা বুঝিয়ে দিলেন শুরু থেকেই। সেমি ফাইনালে কখনও হারেননি নাদাল, এই পরিসংখ্যান তাঁর পক্ষেই ছিল। শুক্রবার মেগা ম্যাচে ফেডেরার প্রথম সার্ভিসই ব্রেক করেন রাফায়েল নাদাল। রাফা ঝড়ের ইঙ্গিত তখনই মিলেছিল। তার পর আর ঘুরে দাঁড়াতে পারেননি রজার ফেডেরার। মাত্র ২ ঘণ্টা ২৫ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে ফেডেরারকে হারালেন নাদাল। খেলার ফল নাদালের পক্ষে ৬-৩, ৬-৪, ৬-২। রোলা গারোঁয় এই নিয়ে টানা ২২ ম্যাচে অপরাজিত স্প্যানিশ নাদাল।
ফরাসি ওপেনে নাদালের বিরুদ্ধে জেতার স্বপ্ন অধরাই থেকে গেল সুইস কিংবদন্তির। এই নিয়ে বারো বার ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল। রবিবার রেকর্ড বারো বার ফরাসি ওপেন জেতার হাতছানি ক্লে কোর্টের সম্রাটের সামনে। এবার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হতে পারলে ১৮টি গ্র্যান্ডস্ল্যাম জিতে ফেডেরার(২০টি গ্র্যান্ডস্ল্যাম) আরও কাছে পৌঁছে যাবেন স্প্যানিশ তারকা।