নিজস্ব প্রতিবেদন: ফরাসি ওপেনের সেমি-ফাইনাল। মুখোমুখি দুই মহারথী। নোভাক জকোভিজ ও রাফায়েল নাডাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৩ বারের খেতাব জয়ী নাদালকে হারালেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। খেলার স্কোর ৩-৬, ৬-৩, ৭-৬ (৪), ৬-২।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একজনের নাছোড় মনোভাব এবং অন্যজনের স্কিল। এদিন টেনিস কোর্টের দুই তারকার মধ্যে এক চমকপ্রদ লড়াইয়ের সাক্ষী থাকল গোটা বিশ্ব। যা অবশ্যই আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।


আরও পড়ুন: UEFA EURO 2020: ছিমছাম উদ্বোধনী অনুষ্ঠানেই ইউরো কাপের ঢাকে কাঠি পড়ে গেল


আরও পড়ুন: UEFA EURO 2020: সুইডেনের বিরুদ্ধে নামার তিন দিন আগে স্পেনের ফুটবলারদের COVID-19 টিকাকরণ হয়ে গেল


এদিন ম্যাচ শেষে জকোভিচ বলেন, “১৫ বছর ধরে এই কোর্টে রাজত্ব করছেন নাদাল। ওনার অনেক সাফল্য রয়েছে। এই ম্যাচ আমি সারাজীবন মনে রাখব। রোলা গাঁরোয় এটাই আমার সেরা ম্যাচ।” ফরাসি ওপেনের ফাইনালে রবিবার গ্রিসের স্টেফানোসের মুখোমুখি হবেন নোভাক জকোভিচ।