Australian Open 2020: বল গার্লকে কলার খোসা ছাড়িয়ে দিতে বললেন টেনিস খেলোয়াড়, শুনে আম্পায়ার যা বললেন..
ফরাসি টেনিস খেলোয়াড়ের অনুরোধ শুনতে পান চেয়ার আম্পায়ার জন ব্লুম। সঙ্গে সঙ্গে তিনি মধ্যস্থতা করেন।
নিজস্ব প্রতিবেদন: এবারের অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে কলা কাণ্ড ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। উইকএন্ডে পুরুষদের সিঙ্গলসে বিশ্বের ২২৯ নম্বর ফরাসি টেনিস খেলোয়াড় এলিয়ট বেঞ্চট্রিত ও দিমিত্রি পপকোর মধ্যে খেলা চলছিল। খেলার মাঝে এলিয়ট এক বল গার্লকে ডেকে তাঁর খাবার একটি কলা ছাড়িয়ে দিতে বলেন। আর তাতেই বিপত্তি।
ফরাসি টেনিস খেলোয়াড়ের অনুরোধ শুনতে পান চেয়ার আম্পায়ার জন ব্লুম। সঙ্গে সঙ্গে তিনি মধ্যস্থতা করেন। বেঞ্চট্রিতকে উদ্দেশ্য করে তিনি বলেন, না, বল গার্ল নয়, তাঁকে নিজেই কলার খোসা ছাড়িয়ে নিতে বলেন।
এই কলাকাণ্ড বাদ দিয়ে অবশ্য বেঞ্চট্রিত দুরন্ত খেললেন। প্রতিপক্ষকে ৪-৬, ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে দিয়ে পরের রাউন্ডে পৌঁছে যান এলিয়ট বেঞ্চট্রিত।
আরও পড়ুন - নিউ জিল্যান্ড সফরে রওনা দিল টিম ইন্ডিয়া, দেখুন ছবিতে