নিজস্ব প্রতিবেদন: লিগ পর্বের শেষ দিনে অঘটন। মুম্বইকে হারিয়ে প্লে অফের লড়াই থেকে ছিটকে দিল লিগ টেবিলের শেষে থাকা দিল্লি। শেষ ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে প্লে-অফ থেকে ছিটকে গেল পঞ্জাবও। এবারের আইপিএলে-র প্লে অফে খেলবে হায়দরাবাদ, চেন্নাই, কলকাতা এবং রাজস্থান।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২২ মে, মঙ্গলবার, ওয়াংখেড়েতে আইপিএলের প্রথম 'কোয়ালিফায়ার'-এ চেন্নাইয়ের মুখোমুখি হবে হায়দরাবাদ। ২৩ মে, বুধবার 'এলিমিনেটর'-এ ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে রাজস্থানের মুখোমুখি হবে কলকাতা। উল্লেখ্য, বেন স্টোকস-জোস বাটলার থাকার পরেও রাজস্থানকে ইডেনে হারিয়েছিলেন দীনেশ কার্তিকরা। আর এবার বাটলার-স্টোকসহীন রাজস্থানের বিরুদ্ধে কলকাতার লড়াইটা অনেকটাই সহজ হয়ে গেল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।


আরও পড়ুন- এবারের আইপিএলে সব থেকে খারাপ পারফর্ম করেছেন এই তিন বিদেশি


২৫ মে ইডেনে দ্বিতীয় 'কোয়ালিফায়ার'-এ মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের হেরে যাওয়া দল এবং এলিমিনেটরের জয়ী দল।


২৭ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১৮ আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল।    


আইপিএল ২০১৮ : প্লে অফ
  ম্যাচ              দল     তারিখ           ভেন্যু
 কোয়ালিফায়ার-১   হায়দরাবাদ বনাম চেন্নাই   ২২ মে

ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই

   এলিমিনেটর  কলকাতা বনাম রাজস্থান   ২৩ মে

 ইডেন গার্ডেন্স,  কলকাতা

 কোয়ালিফায়ার-২

 কোয়ালিফায়ার-১ বিজিত   বনাম    এলিমিনেটর জয়ী

  ২৫ মে

 ইডেন গার্ডেন্স,  কলকাতা

      ফাইনাল

 কোয়ালিফায়ার-১ জয়ী  বনাম  কোয়ালিফায়ার-২ জয়ী

  ২৭ মে

ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই


প্লে-অফের প্রত্যেকটি ম্যাচই শুরু হবে সন্ধে ৭টা থেকে।