নিজস্ব প্রতিবেদন- তাঁর সঙ্গে বিরাট কোহলির বিবাদ বহু পুরনো। গৌতাম গম্ভীর-বিরাট কোহলির সেই ঝামেলার কথা ক্রিকেটপ্রেমীরা জানেন। তবে দুজনেই সেই বিবাদের কথা ভুলে সামনের দিকে এগিয়েছেন। এর আগে কখনোই খোলা মঞ্চে গৌতম-বিরাট পরস্পরকে আক্রমণ করেননি। তবে এদিন কোহলিকে বেশ চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন গম্ভীর। সেটা কি পুরনো বিবাদের জের! গম্ভীর অবশ্য আগেই জানিয়ে রাখলেন, তিনি কোনোভাবেই কোহলির বিরুদ্ধে নযন। তবে কেউই সমালোচনার উর্ধ্বে নয়। একথা মনে করিয়ে দিলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক। হায়দরাবাদের কাছে হেরে এবারের মতো আইপিএল থেকে বিদায় নিয়েছে বেঙ্গালুরু। অনেকেই মজা করে বলছেন, ২০২০-তে কিছু একটা অন্তত নরমাল হল। আইপিএল থেকে ছিটকে গেল বেঙ্গালুরু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত দুটি মরসুমে পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে আইপিএল শেষ করেছে আরসিবি। ২০১৩ থেকে এই দলের অধিনায়কত্ব সামলান কেহলি। ২০১৩ থেকে এখনো পর্যন্ত মাত্র দুটি মরশুমে আরসিবি আইপিএল প্লে-অফ খেলেছে। একবার আইপিএল-এর রানার্স। কিন্তু খেতাব ধরে দেখা হয়নি কোহলির। আর তাই গম্ভীর এবার বলছেন, ''এই ব্যর্থতার দায় নেওয়া উচিত কোহলির। অধিনায়ক হিসাবে আট বছর কিন্তু কম সময় নয়। আপনি এমন একজন ক্রিকেটার দেখান তো যিনি আট বছরেও কোনও খেতাব না জিতে দলে টিকে রয়েছে! সেখানে কোহলি ক্যাপ্টেন হয়ে আট বছর ধরে একবারও ট্রফি জেতেনি। ধোনিকে দেখুন, রোহিত শর্মাকে দেখুন। আমার মনে হয় ধোনি বা রোহিত ব্যর্থ হলেও তাদের ফ্র্যাঞ্চাইজি এতদিনে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিত। আমরা ধোনিকে নিয়ে কথা বলি। রোহিত শর্মাকে নিয়ে কথা বলি। কিন্তু বিরাট কোহলির অধিনায়কত্বে নিয়ে কথা বলি না। আমি বেঙ্গালুরুর ম্যানেজমেন্টে থাকলে এখনই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিতাম কোহলিকে।''


এখানেই না থেমে গম্ভীর আরও বলেন, ''ধোনি তিনবার আইপিএল খেতাব জিতেছে। রোহিত শর্মা চারবার। কিন্তু আট বছরে কোহলি একবারও দলকে জেতাতে পারেনি। এই ব্যর্থতার দায় এবারও নেওয়া উচিত ওর। এগিয়ে এসে বলা উচিত, আরসিবির এই অবস্থার জন্য ও দায়ী! কোনও ক্যাপ্টেন সমালোচনার উর্ধে নয়। দল ভালো কিছু করলে ক্যাপ্টেনের প্রশংসা হবে। তেমনই দলের ব্যর্থতায় ক্যাপ্টেনকে এগিয়ে এসে দায় নিতে হবে।এটাই রেওয়াজ। আমার মনে হয় এবার কোহলিকে আরসিবির ক্যাপ্টেন্সি থেকে সরানোর সময় এসেছে। তবে তার আগে কোহলির নিজেরই এই ব্যর্থতার জন্য জবাবদিহি করা উচিত।''