নিজস্ব প্রতিবেদন: ব্যর্থতার দায় নিয়ে দিল্লি দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন গৌতম গম্ভীর। তাঁর পরিবর্তে এই মরসুমের আইপিএল-এ বাকি ম্যাচগুলিতে দিল্লির অধিনায়কত্ব সামলাতে দেখা যাবে তরুণ শ্রেয়স আইয়ারকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিশ্বকাপের সূচি বদল, পিছল ভারতের ম্যাচ


অধিনায়কের পদ থেকে সরে যাওয়া নিয়ে ২ বারের আইপিএল জয়ী অধিনায়ক গম্ভীর বলেন, "এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। দলের জন্য যতটা করার প্রয়োজন ছিল আমি তা করতে পারিনি। একজন কর্তব্যপরায়ণ ক্যাপ্টেন হিসেবে আমাকেই এই দায়িত্ব নিতে হবে। আমার মনে হয়, এটাই সরে দাঁড়াবার উপযুক্ত সময়।"


আরও পড়ুন- 'রেকর্ড ভাঙলে শ্যাম্পেন ভাগাভাগি করে নেব' বিরাটকে প্রতিশ্রুতি সচিনের


সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর আরও বলেন, "দল যেখানে দাঁড়িয়ে, তার সম্পূর্ণ দায় আমার। আর সেটা ভেবেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শ্রেয়স আইয়ার এবার দায়িত্ব নেবেন। আমার মনে হয় আমাদের দল এই পরিস্থিতি থেকেও ছবিটা পাল্টে দিতে পারে"। অন্যদিকে, দিল্লির দলপতি হয়ে সম্মানিত বোধ করছেন শ্রেয়স আইয়ার। 




এক নজরে দেখে নিন, আইপিএল-এর পয়েন্ট তালিকায় দিল্লির অবস্থান ঠিক কোথায়?