বিশ্বকাপের সূচি বদল, পিছল ভারতের ম্যাচ

চোকার্সদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন বিরাট কোহলিরা। ২০১৯ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ৫ জুন ভারত তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে।

Updated By: Apr 24, 2018, 08:35 PM IST
বিশ্বকাপের সূচি বদল, পিছল ভারতের ম্যাচ

নিজস্ব প্রতিবেদন: আইপিএলের জন্য বিশ্বকাপের সূচি বদল করল আইসিসি। দুহাজার উনিশ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল ২ জুন। তা পিছিয়ে হল ৫ জুন। পাকিস্তানের বিরুদ্ধে ভারত নামবে ১৬ জুন।

আরও পড়ুন- সচিনের দুনিয়ায় বাস করেন সেওয়াগ!

চোকার্সদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন বিরাট কোহলিরা। ২০১৯ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ৫ জুন ভারত তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে। আগে ঠিক ছিল ২ জুন ভারত প্রথম ম্যাচ খেলবে কিন্তু আইপিএলের কারণে সেই তারিখ পরিবর্তন করে আইসিসি। সামনের বছর আইপিএল শেষ হচ্ছে ১৯ মে। কিন্তু ১৫ দিনের গ্যাপ রাখতে হবে বিসিসিআইকে। তাই আইসিসি ম্যাচটির দিন পরিবর্তন করে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে ১৬ জুন। কলকাতায় আইসিসির বৈঠকে ঠিক হয়েছে ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বারোটি জায়গায় হবে বিশ্বকাপের ম্যাচগুলি। বুধ বা বৃহস্পতিবার আইসিসি বিশ্বকাপের সূচি প্রকাশ করতে পারে।

আরও পড়ুন- 'রেকর্ড ভাঙলে শ্যাম্পেন ভাগাভাগি করে নেব' বিরাটকে প্রতিশ্রুতি সচিনের

.