নিজস্ব প্রতিবেদন : সৌরভ গাঙ্গুলি অধিনায়ক হওয়ার পর থেকেই ভারতীয় দলের মানসিকতায় বদল আসতে শুরু করেছে। বিদেশের মাটিতে ভারতীয় দল জিততে শুরু করেছে সৌরভের আমল থেকেই। এমন বক্তব্য রেখেই সুনীল গাওয়াস্করের রোষের মুখে পড়েছিলেন বিরাট কোহলি। সানি গাওয়াস্কার ভারতীয় অধিনায়ককে মনে করিয়ে দিয়েছেন, কোহলির জন্মের আগে থেকেই ভারতীয় দল বিদেশে ম্যাচ জিতছে। কোহলি অবশ্য এই নিয়ে আর কথা বাড়াননি। তবে তাঁর হয়ে কথা বললেন এবার গৌতম গম্ভীর। কোহলিকে সমর্থন করে তাঁরও একই বক্তব্য। বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার জয়ধ্বজা উড়তে শুরু করেছে সৌরভের আমল থেকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গম্ভীর এদিন এক সাক্ষাত্কারে বলেছেন, ''ঘরের মাঠের বাইরে গিয়ে ভারতীয় দল নিয়মিত জিততে শুরু করেছে সৌরভের আমল থেকেই। বিরাট কিছু ভুল বলেনি। আমরা ঘরের মাঠে শক্তিশালী দল ছিলাম, আছি। কপিল দেব, সুনীল গাওয়াস্কারের আমলেও আমরা ঘরের মাঠে অনেক গুরুত্বপূর্ণ সিরিজ জিতেছি। তবে বিদেশের মাটিতে জেতা যায়, দলের মধ্যে এই বিশ্বাসটা এসেছে সৌরভের আমল থেকেই।'' 


আরও পড়ুন-  কলকাতায় আটকে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটার, ফিরতে পারছেন না দেশে


বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে কোহলির ভারতীয় দল। কলকাতায় গোলাপি বলের টেস্ট ম্যাচ জেতার পরই কোহলির মুখে সৌরভকে নিয়ে প্রশংসা শোনা যায়। এর পর গাওয়াস্কার বলেন, সৌরভ বিসিসিআই সভাপতি বলেই কোহলি তাঁর ব্যাপারে ভাল ভাল কথা বলছেন। গাওয়াস্কার দাবি করেছিলেন, সাত বা আটের দশকেও ভারতীয় দল বিদেশে জিতেছে।