নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারতীয় পেস বোলারদের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলি। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামিরা যা ফর্মে আছে তাতে ভারত প্রোটিয়াসদের বিরুদ্ধে আসন্ন সিরিজে ভাল ফল করতেই পারে। তবে সেক্ষেত্রে ব্যাটসম্যানদের বিশেষ ভূমিকা নিতে হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকায় লোকেশ রাহুল নয়, ওপেনিংয়ে মুরলি বিজয়ের ওপরই ভরসা শাস্ত্রীর


স্কোর বোর্ডে রান থাকলে ভারতীয় পেসাররা ম্যাচ বের করে নিতে পারবেন বলেই বিশ্বাস করেন সৌরভ। সিএবি সভাপতি অবশ্য বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা সমৃদ্ধ ব্যাটিং লাইনআপের উপর ভরসা রাখছেন। অফ ফর্মে থাকলেও রাহানেকে নিয়ে আশাবাদী সৌরভ। তবে সবুজ পিচ নিয়ে কোহলিকে আগাম সতর্ক করে দিয়েছেন সৌরভ। তাঁর পরামর্শ সবুজ পিচে বিরাট যেন অতিরিক্ত একজন ব্যাটসম্যানকে খেলান। এবং সেক্ষেত্রে অবশ্যই রোহিত শর্মাকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন সৌরভ।


আরও পড়ুন- বিরাটই বিশ্বের এক নম্বর, তাঁর সঙ্গে তুলনা অনুচিত: বাবর আজম