ওয়েব ডেস্ক: এবার বীরেন্দ্র সেহবাগের হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভের অধিনায়কত্বে দীর্ঘদিন খেলেছেন সেহবাগ। তাই বীরুকে তিনি চেনেন হাতের তালুর মতো। হঠাত্‍ করে সেহবাগের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়ায় মন খারাপ সৌরভেরও।
তাই বিসিসিআইয়ের কাছে তাঁর অনুরোধ, সেহবাগের জন্য একটা সম্মানীয় এবং মনে রাখার মতো ফেয়ারওয়েল আয়োজন করুক বিসিসিআই।
মুম্বইতে ভারতের জার্সিতে শেষবার সেহবাগকে ফেয়ারওয়েল দেওয়ার পক্ষে তিনি।
বীরুর সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে সৌরভ বলেছেন, "ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালটা কীভাবে ভুলব! বীরুকে বলেছিলাম ৩২৫ তাড়া করতে হবে। নিজের কাজটা কিন্তু ভুলো না। বীরু বলেছিল, ক্যাপ্টেন চিন্তা কোরো না। ম্যাচটা আমরাই জিতব!"