ওয়েব ডেস্ক: আজ জন্মদিন ক্রিকেটের কিংবদন্তি স্যর গ্যারফিল্ড সোবার্সের। শুক্রবার ৮১ বছরে পা দিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই অলরাউন্ডার। ক্রিকেটপ্রেমীরা তাঁকে সর্বকালের সেরা অলরাউন্ডার বলেই মানেন এখনও। আজ তাঁর জন্মদিনে জেনেই নিন, স্যর গ্যারি সম্পর্কে এমন কিছু তথ্য, যেগুলো হয়তো আপনার জানা নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দিল্লিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


১) সোবার্সের জন্ম থেকেই দু'হাতে ছ'টি করে আঙুল।যদিও পরে তাঁর দুটো অতিরিক্ত আঙুলই কাটা যায় নানা কারণে।


২) তিনিই এই গ্রহের প্রথম ক্রিকেটার হিসেবে ছ'বলে ছ'টি ছক্কা মারেন। ১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে খেলতে নেমে গ্ল্যামারগনের বিপক্ষে তিনি এই রেকর্ডটি করেন।


৩) সোবার্স ভারতীয় অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রর প্রেমে পড়েন। দুজনের বাগদানও হয়ে যায়। পরে অবশ্য সোবার্স এক অন্য অস্ট্রেলীয়কে বিয়ে করেন।


৪) মাত্র পাঁচ বছর বয়সে সোবার্স তাঁর বাবাকে হারান। একটি জাহাজ দুর্ঘটনায় সোবার্সের বাবা মারা গিয়েছিলেন।


৫) সোবার্স ব্যাট এবং বল দুটোই বাঁ হাতে করতেন।


আরও পড়ুন  শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের উপর বিরক্ত মুরলিথরন