নিজস্ব প্রতিবেদন: ভারতের সর্বকালের অন্যতম দুই সেরা স্পিনার হরভজন সিং (Harbhajan Singh) ও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। দু'জনেরই আন্তর্জাতিক আঙিনায় চোখ ধাঁধানো রেকর্ড। দেখতে গেলে প্রায় একই রকম দক্ষতা হরভজন-অশ্বিনের। এই দুই কিংবদন্তির মধ্যে এখন প্রায়শই তুলনা চলছে। কে সেরা, হরভজন না অশ্বিন (Harbhajan vs Ashwin)। হরভজনের জুতোতেই কার্যত পা গলিয়েছেন অশ্বিন। তবে এই দুই স্পিনার ঠিক কীরকম, তা এবার ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি ভারত-শ্রীলঙ্কা (IND VS SL) সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে গম্ভীর বলেন, "ব্যাটার হিসাবে আমি রবিচন্দ্রন অশ্বিনকে ফেস করতে অপছন্দ করব। কিন্তু আমার দেখতে ভাললাগবে হরভজন সিংকে। যার মানে আমি বাঁ-হাতি ব্যাটার। আমার সবসময় মনে হবে অশ্বিন আমাকে আউট করতে পারে। কিন্তু বিশ্লেষকের দৃষ্টিভঙ্গিতে বলব হরভজনের বাউন্স, দুসরা আছে। বল ডিপ করে। অন্যদিকে বাঁ-হাতি হোক বা ডান হাতি ব্যাটার, অশ্বিনকে ফেস করা অনেক বেশি কঠিন। কারণ অশ্বিন অনেক বেশি নিখুঁত, ওর গতিতে বৈচিত্র্য রয়েছে। হরভজনকে দেখা অনেক বেশি সুন্দর।"


শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে প্রথম টেস্টে  (IND vs SL 1st Test) ইতিহাস লিখেছেন দেশের তারকা ক্রিকেটার অশ্বিন। তামিলনাড়ুর অফ-স্পিনার কিংবদন্তি কপিল দেবকে (Kapil Dev) টপকে হয়ে গিয়েছেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি (৮৫ টেস্টে ৪৩৬)। ৮৩-র বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ১৩১ ম্যাচে ৪৩৪ উইকেট নিয়েছিলেন। অশ্বিন প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়ার পর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েন। অশ্বিনের ৪৩৫ তম শিকার হন ধনঞ্জয় ডিসিলভাকে।
 


আরও পড়ুন: Virat Kohli: 'কোহলিকে স্পর্শ করা যাবে না, আগামী ১০ বছর খেলবে, ভাঙবে সচিনের রেকর্ড'!


আরও পড়ুনJhulan Goswami: ইতিহাসের পাতায় ঝুলন গোস্বামী! বাংলার মেয়ের বিশ্বকাপে অনন্য রেকর্ড


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)