জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) শেষের সঙ্গেই দ্রাবিড়ীয় সভ্য়তার (রাহুল দ্রাবিড়) অবসান হয়েছে। এবার শুরু হবে ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নতুন যুগ! যতীন পরাঞ্জপে, অশোক মালহোত্রা এবং সুলক্ষণা নায়েকের ক্রিকেট পরামর্শদাতা কমিটি গম্ভীরেই সিলমোহর দিয়েছিল। এবার বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে জানিয়ে দিলেন যে, গম্ভীরই হলেন ভারতীয় দলের হেড কোচ। দেখতে গেলে আনুষ্ঠানিক ঘোষণা ছিল শুধু সময়ের অপেক্ষা। মঙ্গল সন্ধ্যায় পড়ে গেল সিলমোহর। আগামী ২৭ জুলাই থেকে ভারত-শ্রীলঙ্কা সফর শুরু। তিনটি টি-২০ ও তিনটি ওডিআই খেলবে দুই দেশ। দ্বীপরাষ্ট্রেই নতুন কোচের উদয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বাধ্য হয়েই বিসিসিআই ছাড়ছেন জয় শাহ, বিশ্বকাপ জেতার পরেই এমন কোন পরিস্থিতি এল?




জয় লেখেন, 'আমি অত্য়ন্দ আনন্দের সঙ্গে গৌতম গম্ভীরকে ভারতীয় দলের নতুন হেড কোচ হিসেবে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেটে আমরা দেখেছি দ্রুত বিবর্তন। গৌতম খুব কাছ থেকে এই বদল দেখেছে। গৌতম তাঁর কেরিয়ারে বিভিন্ন ভূমিকায় নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। আমি নিশ্চিত ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য় গৌতমই যোগ্য় ব্য়ক্তি। গৌতমের স্পষ্ট দৃষ্টিভঙ্গির সঙ্গে বিশাল অভিজ্ঞতা। তাকে এই রোমাঞ্চকর এবং দুরন্ত কোচিং ভূমিকায় পারদর্শী করে তুলবে। গৌতমের এই নতুন যাত্রায় বিসিসিআইয়ের পূর্ণ সমর্থন রয়েছে'।


কোচ হওয়ার পর গম্ভীর এক্স হ্য়ান্ডেলে জাতীয় পতাকার ছবি পোস্ট করে লিখেছেন, 'ভারত আমার পরিচয় এবং আমার দেশের সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আমি ফিরে আসতে পেরে সম্মানিত। যদিও একটি ভিন্ন টুপি পরব। কিন্তু আমার লক্ষ্য একই আছে, প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন এই নীল জার্সিধারীদের কাঁধে। আমি আমার সর্বশক্তি দিয়ে সেই স্বপ্নপূরণের জন্য় ঝাঁপাব।'



ভারতীয় ক্রিকেট ২০২৪-২৫ মরসুমের ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করে দিয়েছে আগেই। ভারত প্রথমে পদ্মাাপারের দেশকে আমন্ত্রণ জানাচ্ছে জোড়া টেস্ট ও তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলার জন্য়। সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে ভারত-বাংলাদেশ। বাংলাদেশ ফিরে গেলে আসছে কিউয়িরা। খেলা অক্টোবর-নভেম্বর জুড়ে। তিন টেস্ট খেলবে ভারত-নিউ জিল্য়ান্ড। আগামী বছরের প্রথম মাসেই আসছেন ব্রিটিশরা। রোহিত শর্মাদের সঙ্গে তাঁরা পাঁচটি টি-২০ ও তিনটি ওয়ানডে খেলবে। খেলা চলবে জানুয়ারি-ফেব্রুয়ারি উইন্ডো জুড়ে। দেখা যাক গম্ভীর এবার কী ফুল ফোটান!


আরও পড়ুন: তাঁর কি আর বাজারে চাকরির অভাব! ১২ কোটিতে কিংবদন্তির পরের স্টেশন 'সিটি অফ জয়'?


 



 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)