ওয়েব ডেস্ক: হঠাত্‍ করেই আবার ভারতীয় টেস্ট দলের জার্সি গায়ে উঠতে পারে কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীরের! হ্যাঁ, ঠিকই পড়লেন। কারণ, লোকেশ রাহুলের চোট। কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে হ্যামস্টিংয়ে চোট পান কেএল রাহুল। তাই তিনি পরে ফিল্ডিংও করতে পারেননি। তাঁর জায়গায় ফিল্ডিং করেন ওই টেস্টের দ্বাদশ ক্রিকেটার শিখর ধাওয়ান। লোকেশ রাহুল ইডেন টেস্টে খেলতে পারবেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রাগী মানুষের বুকে ফল্গু নদীও বয় বোঝার জন্য এটা ভালো উদাহরণ


এদিকে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ইডেন টেস্ট। সেই টেস্টে দলে নেওয়ার জন্য সেরা হতে পারেন গৌতম গম্ভীর। এমনটাই মনে করছেন কোচ অনিল কুম্বলে। কারণ, সদ্য সমাপ্ত দলীপ ট্রফিতে দারুণ পারফরম্যান্স করেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। তাই কুম্বলে গম্ভীরের কথাই ভাবছেন, ব্যাকআপ হিসেবে ইডেন টেস্টে কাউকে রাখার জন্য। তাই জাতীয় দলে ফেরার একটা সুযোগ হয়তো এসে গেল গম্ভীরের। যদি তিনি দলে ডাক পানও তাহলেও প্রথম একাদশে থাকবেন কিনা সময়ই বলবে।


আরও পড়ুন  অনিল আম্বানি, আজিম প্রেমজিদের ছেলেদের মাইনে কত জানেন?