নিজস্ব প্রতিবেদন:   লকডাউনের মাঝে খারাপ খবর ভারতীয় ক্রিকেটে! টেস্টে সিংহাসনচ্যুত টিম ইন্ডিয়া। ২০১৬ সালের অক্টোবর থেকে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ৪২ মাস পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং থেকে টিম ইন্ডিয়া। শুধু তাই নয় আইসিসি-র প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান থেকে তিন নম্বরে নেমে গেছে কোহলির দল, এক নম্বরে এখন অস্ট্রেলিয়া। কিন্তু লকডাউনে যেখানে ক্রিকেট বন্ধ সেখানে আইসিসি র‌্যাঙ্কিংয়ে কীভাবে নেমে গেল টিম ইন্ডিয়া! বিস্মিত প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে তিনি তো প্রায় প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পয়লা মে আইসিসি নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই অনুযায়ী ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে এক নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে নিউ জিল্যান্ড। আর ২ রেটিং পয়েন্ট খুইয়ে ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে টিম ইন্ডিয়া এখন তিন নম্বরে। ঘরের মাঠে নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার ফল পেল অস্ট্রেলিয়া। অন্য দিকে নিউ জিল্যান্ডের কাছে টেস্টে হোয়াইট ওয়াশের জন্যই ভারতের র‌্যাঙ্কিংয়ে অবনমন।  


তবে গম্ভীরে কথায়, "গত দু বছর ধরে টেস্টে টপ ফর্মে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে তাদের দেশেই হারিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে। তা স্বত্বেও ভারত কীভাবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে নেমে গেল! অস্ট্রেলিয়া কী করে এক নম্বরে উঠে এল?"


আরও পড়ুন - করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ, কিন্তু সংকটজনক বর্ষীয়ান হকি তারকা