নিজস্ব প্রতিনিধি : কালো রঙের শাড়ি গায়ে। মাথায় লাল রঙের টিপ। মুখে লাজুক হাসি। এ কেমন বেশ তাঁর! ক্রিকেটের লোক তিনি। আচমকা বৃহন্নলা সাজতে গেলেন কেন! এরকমই অনেক প্রশ্ন অনেকের মনে জাগছিল গৌতম গম্ভীরের এমন বেশভূষা দেখে। কেন তিনি হঠাত্ করে এই সাজে প্রকাশ্যে এলেন! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  শনিবার থেকে শুরু এশিয়া কাপ, দেখে নিন ক্রীড়াসূচি


দীর্ঘদিন ধরেই এলজিবিটি সম্প্রদায়ের সমর্থনে গলা ফাটাচ্ছেন গোতি। তা ছাড়া বহুদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজেও যুক্ত থাকতে দেখা যায় তাঁকে। গম্ভীরকে এবার পাওয়া গেল দিল্লির হিজড়া হাব্বা-দের অনুষ্ঠানে। বৃহন্নলাদের এই অনুষ্ঠান এবার সাত বছরে পড়ল। সেখানে অতিথি হয়ে গিয়েছিলেন গোতি। আর অতিথি হয়ে এমনই বেশে সেখানে হাজির হলেন তিনি। আসলে রূপান্রকামী সমাজের প্রতিনিধি হতেই তাঁর এমন সাজ।


আরও পড়ুন-  সচিনের গায়ে কাদা ছুঁড়লেন দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডি


সম্প্রতি সেকশন ৩৭৭ নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। গম্ভীর এমন সাজে যেন ব-কলমে সেই রায়দানের উদযাপন করলেন। হিজড়া হাব্বা-র অনুষ্ঠান এবার উদযাপিত হয়েছে দিল্লির এক শপিং মলে। এবারের থিম ছিল- বর্ন দিস ওয়ে। প্রতিবারের মতো এবারও এই অনুষ্ঠানে রূপান্তরকামীরা সমাজে নিজেদের অধিকার নিয়ে কথা বলেন।