নিজস্ব প্রতিবেদন: ফের বাবা হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)। অভিনেত্রী স্ত্রী গীতা (Geeta) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন (Baby Boy)। শনিবার বেলায় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এ কথা শেয়ার করেন হরভজন নিজেই। বর্তমানে মা ও সদ্যোজাত উভয়েই সুস্থ আছে বলে লেখেন তিনি। একইসঙ্গে জানান, তাঁরা অত্যন্ত খুশি ও সকল শুভাকাঙ্খীদের কৃতজ্ঞতা জানান।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, গত মার্চ মাসেই সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি পোস্ট করে এই খবর নিজেদের ফ্যানদের সঙ্গে শেয়ার করেন গীতা।হ রভজন ও গীতার ইতিমধ্যেই হিনায়া নামে এক কন্যাসন্তান আছে। মার্চ মাসে স্বামী ও কন্যার সঙ্গে ছবি পোস্ট করে গীতা লেখেন, “আসছে......জুলাই ২০২১”। এই ছোট্ট পোস্ট ও সঙ্গে স্বামী ও কন্যার ছবি দিয়ে অর্থ বুঝিয়ে দেন গীতা। একটি ছবিতে দেখা গিয়েছিল গীতার মেয়ের হাতে একটি টি-শার্ট। তাতে লেখা, “খুব তাড়াতাড়ি বড় দিদি হতে চলেছি।” 


আরও পড়ুন: India vs England T20: ভারত হারলেও ভাইরাল হার্লিনের দুর্ধর্ষ ক্যাচ, দেখুন সেই ভিডিও


আরও পড়ুন: Dhoni র IPL ভবিষ্যত নিয়ে ফ্যানেদের বড় বার্তা দিলেন Raina, আর কি দেখা যাবে মাহিকে?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)