আজ রাতেই মুখোমুখি জার্মানি-ব্রাজিল, কোথায় দেখবেন হাইভোল্টেজ ম্যাচ?
৪ বছর আগে ৭-১ গোলে লজ্জার হারের কি বদলা নিতে পারবে মার্সেলো-কুটিনহো-পাওলিনহোরা?
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ প্রস্তুতি পর্বে মঙ্গলবার মধ্যরাতে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে জার্মানি এবং ব্রাজিল। হাইভোল্টেজ এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে দুই শিবিরে।
ভারতীয় সময় রাত ১২টা বেজে ১৫ মিনিটে বার্লিনে কিক্ অফ জার্মানি-ব্রাজিল ফিফা ফ্রেন্ডলি ম্যাচের। ৪ বছর আগে ৭-১ গোলে লজ্জার হারের কি বদলা নিতে পারবে মার্সেলো-কুটিনহো-পাওলিনহোরা? তিতের ব্রাজিল আর স্কোলারির ব্রাজিল এক নয় এই বলে আগেই সতীর্থদের সতর্ক করে দিয়েছেন জার্মান তারকা টনি ক্রুস।
৯০ মিনিটের এই ধুন্ধুমার লড়াই কোথায় দেখবেন ?
* ভারতীয় সময় রাত ১২:১৫ থেকে জার্মানি-ব্রাজিল ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন সোনি টেন টু-তে।
আরও পড়ুন- বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ হারের যন্ত্রণা মুছতে মরিয়া ব্রাজিল