বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ হারের যন্ত্রণা মুছতে মরিয়া ব্রাজিল

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জার্মানদের বিরুদ্ধে নামার আগে ব্রাজিল কোচ তিতে জানান বেলো হরাইজন্তের সেই ৭-১ গোলে হার এখনও তাড়া করে বেড়াচ্ছে ব্রাজিলিয়দের।

Updated By: Mar 27, 2018, 05:05 PM IST
বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ হারের যন্ত্রণা মুছতে মরিয়া ব্রাজিল

নিজস্ব প্রতিবেদন : ২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হারতে হয়েছিল ব্রাজিলকে। সেই হারের পর মঙ্গলবার রাতে আবার বার্লিনে জার্মানদের মুখোমুখি সেলেকাওরা।

আরও পড়ুন- ডাচদের বিরুদ্ধে হার বাঁচাতে পারলেন না রোনাল্ডো

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জার্মানদের বিরুদ্ধে নামার আগে ব্রাজিল কোচ তিতে জানান বেলো হরাইজন্তের সেই ৭-১ গোলে হার এখনও তাড়া করে বেড়াচ্ছে ব্রাজিলিয়দের। তিতের কোচিংয়ে এখন ব্রাজিল অবশ্য দুরন্ত ছন্দে। শেষ আট ম্যাচে অপরাজিত তারা। শুক্রবার রাশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমারহীন ব্রাজিল। বেলো হরাইজন্তের ক্ষত মুছে দিতে মরিয়া মার্সেলোরা। ২০১৪ সালের সেমিফাইনালে খেলা ব্রাজিল দলের মার্সেলো, পাওলিনহো, উইলিয়ানরা এবারও বিশ্বকাপ দলে রয়েছেন।

মঙ্গলবার বার্লিনে অবশ্য জার্মান দলে নেই টমাস মুলার, মেসুট ওজিল। দু'জনকেই বিশ্রাম দিয়েছেন কোচ জোয়াকিম লো। জার্মান কোচ জানান, ২০১৪ সালের সেমিফাইনালে খেলা দলের ৩ থেকে ৪ জন মঙ্গলবার প্রথম একাদশে থাকতে পারেন তবে ৭-১ এখন অতীত জার্মানদের কাছে। সেই সঙ্গে ফুটবলারদের সাবধান করে দিয়েছেন লো। কারণ, বার্লিনে যে বদলার ম্যাচ খেলতে নামবে ব্রাজিল।

.