নিজস্ব প্রতিনিধি : হাওয়ায় খবরটা ছড়িয়েছিল ঠিকই। কিন্তু শেষমেশ ফুটবলপ্রেমীদের পক্ষেই রয়েছে সুখবর। অনেকেই বলেছিলেন, আইএসএল আর আই লিগ মিলে হবে একটাই লিগ। কিন্তু এমনটা এবারও হচ্ছে না। ফলে ফুটবলপ্রেমীরা আইএসএল ও আই লিগের স্বাদ পাবেন আলাদাভাবে। অর্থাত্, সামনেই ভরা ফুটবল মরশুম। কলকাতা লিগ শেষ। এবার আই লিগের পালা। সেই ইস্টবেঙ্গল-মোহনবাগান মহাযুদ্ধ। তারকার ছড়াছড়ি। জমজমাটি ফুটবল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  শূন্য পয়েন্ট নিয়ে খেলরত্ন পাবেন বিরাট কোহলি, ৮০ পয়েন্ট পেয়েও বাদ বজরং পুনিয়া!


এবারের আই লিগে সেরা চমক কাশ্মীরের ক্লাব 'রিয়েল কাশ্মীর'। তা ছাড়া এবার ভূস্বর্গে ম্যাচ হওয়ার কথা। আর মাত্র কয়েকটা দিন। তার পরই ভারত সেরা হওয়ার লড়াই শুরু হবে। খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে গতবারের চ্যাম্পিয়ন মিনার্ভা পঞ্জাব। মোট 110টি ম্যাচ খেলা হবে এবারের আই লিগে। মোট ১১টা দল খেলবে এবারের আই লিগে-


আরও পড়ুন-  মোহন-ইস্ট 'দাদা', নিজেদের 'শিশু' আখ্যা দিয়ে ভবিষ্যতের ইঙ্গিত এটিকে মালিক সঞ্জীব গোয়েঙ্কা

 
যে দলগুলো খেলবে-


ইস্টবেঙ্গল, মোহনবাগান, নেরোকা এফসি, আইজল এফসি, শিলং লাজং, চেন্নাই সিটি এফসি, গোকুলাম কেরালা এফসি, চার্চিল ব্রাদার্স, মিনার্ভা পঞ্জাব, রিয়েল কাশ্মীর, ইন্ডিয়ান অ্যারোজ (মোট ১১০টা ম্যাচ হবে)।



খেলা হবে (সম্ভাব্য)
কলকাতা, ইম্ফল, শিলং, আইজল , কোয়াম্বাটোর, কোঝিকোড়, গোয়া, পঞ্চকুলা, শ্রীনগর ভুবনেশ্বর।