নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে মন দিয়েছেন প্রাক্তন প্রোটিয়া ওপেনার হার্সেল গিবস। কুয়েত জাতীয় দলের কোচ গিবস এবার কোচিং করাবেন দুবাইয়ে হতে চলা টি-টেন ক্রিকেট লিগে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- "ভারতের মাটিতে সিরিজ জিতলে সেরা হব": ল্যাঙ্গার


চলতি বছরে ডিসেম্বরে দুবাইয়ে আয়োজিত টি-টেন ক্রিকেট লিগে রাজস্থানি হিরোজের কোচের দায়িত্ব নিলেন হার্সেল গিবস। টুইটারে সেই খবর জানিয়েছেন তিনি নিজেই। দ্বিতীয় বছরে টি-টেন লিগে এবার আটটি দল অংশ নেবে। দলগুলি হল- বেঙ্গল টাইগার্স, করাচিয়ানস্, মারাঠা আরাবিয়ানস, নর্দান ওয়ারিয়রস, পাখতুন টিম, পাঞ্জাবি লেজেন্ডস, রাজস্থানি হিরোজ, এবং কেরালা কিংস।



রাজস্থানি হিরোজ আগে টিম শ্রীলঙ্কা নামেই পরিচিত ছিল। এবার থেকে বদলে যাচ্ছে নাম। গিবসের তত্বাবধানে কুয়েত জাতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা পর্বে জায়গা করে নিতে লড়াই করছে। সেই গিবসই এবার ডিসেম্বরে দুবাইয়ে টি-টেন ক্রিকেট লিগে রাজস্থানি হিরোজের কোচ হিসেবে কাজ করবেন।