`আগুন` চাইছেন দক্ষিণ আফ্রিকার কোচ গিবসন
দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্টের মনোভাব স্পষ্ট, বাইশ গজে আগুনে পেস বোলিংই কোহলিদের বিরুদ্ধে তাদের অস্ত্র হতে চলেছে।
নিজস্ব প্রতিবেদন: কেপটাউনে দক্ষিণ আফ্রিকার আগুনে পেস আক্রমণে সামনে ভেঙে পড়েছে ভারত। ডেল স্টেনের অভাব টের পেতে দেননি ফিল্যান্ডার, মর্কেলরা। সেঞ্চুরিয়ানে দ্বিতীয় টেস্ট শুরুর আগে মাঠের বাইরে হুঙ্কার ছাড়লেন প্রোটিয়াসদের কোচ ওটিস গিবসন। সিরিজের বাকি টেস্টগুলোতেও এই পেস আক্রমণ চলবে।
আরও পড়ুন- সেঞ্চুরিয়ানে ভারতীয় দলে বড় বদলের সম্ভাবনা
দক্ষিণ আফ্রিকা যেখানেই সুযোগ পাবে চার পেসার খেলিয়ে কোহলিদের চাপে ফেলার চেষ্টা করবে। এই ভাবে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপকে বার্তা দিয়ে রাখলেন ফিল্যান্ডারদের কোচ। স্টেইন ছিটকে যাওয়ার পর দলের সঙ্গে আরও দুজন পেসারকে জুড়ে দিয়েছে প্রোটিয়াসরা। সেঞ্চুরিয়ানে ক্রিস মরিসের খেলার সম্ভাবনা প্রবল। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্টের মনোভাব স্পষ্ট, বাইশ গজে আগুনে পেস বোলিংই কোহলিদের বিরুদ্ধে তাদের অস্ত্র হতে চলেছে।
আরও পড়ুন- দ্রাবিড়ের ছেলে দ্রাবিড়! ক্রিজে দাঁড়িয়ে দেওয়াল তৈরি করল পুত্র
খেলার খবর জানতে চোখ রাখুন স্পোর্টস ২৪-এ