ব্যুরো: তাঁর ব্যাটিং দেখে মুদ্ধ কিংবদন্তী ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসেই বিরাট কোহলির দ্বিশতরান দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ভিভ। পিছিয়ে থাকলেন না তার পুত্র মালি রিচার্ডসও। মাত্র একদিনের মধ্যেই অ্যান্টিগায় কোহলির দ্বিশতরান করার মূহুর্তের ছবি আঁকলেন জুনিয়ার রিচার্ডস ও তার বন্ধু। আর টিম হোটেলে গিয়ে কোহলিকে সেই ছবি উপহার দিলেন রিচার্ডসপুত্র। উপস্থিত ছিলেন ভিভ নিজেও। আচমকা এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিরাটও। 


ক্রিকেটে 'ট্রিগার মুভমেন্ট' কি হয়, জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সময় যত গড়াচ্ছে তত যেন পরিণত হয়ে উঠছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের অ্যাংগরি ইয়াং ম্যান দক্ষ হাতে সামলাচ্ছেন ভারতীয় টেস্ট দলকে। শুধু তাই নয়, তিনি নিজে রান পাচ্ছেন নিয়মিত। টেস্ট ক্রিকেটে ধোনির থেকে নেতৃত্বের ব্যাটন হাতে নিয়ে সেই সব বিশেষজ্ঞদের ভুল প্রমাণিত করেছেন কোহলি। সদ্য শেষ হওয়া অ্যান্টিগা টেস্টই তার জ্বলন্ত উদাহরণ। এখন কিন্তু বিশেষজ্ঞরাও অন্য কোহলিকে দেখছেন।