ওয়েব ডেস্ক: শেষ ধাপে আটকে গেলেন আর্জেন্টিনা জুয়ান মার্টিন দেলপত্রোর স্বপ্নের রথ। নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল হারিয়ে ফাইনালে ওঠা দেলপত্রোকে হারিয়ে  রিও অলিম্পিকে নজির গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারের। লন্ডন অলিম্পিকের পর রিওতেও পুরুষদের টেনিসের সিঙ্গলসে সোনা জিতলেন মারে। ফাইনালে দেল পেত্রোকে হারিয়ে সোনা জয় অ্যান্ডি মারের। প্রথম খেলোয়াড় হিসেবে পর পর দুটো অলিম্পিকে সিঙ্গলসে সোনা জিতলেন এই ব্রিটিশ খেলোয়াড়।   এ বছর উইম্বলডন জয়ী রিওয় ফাইনালে মারে জিতলেন ৭-৫, ৪-৬,৬-২,৭-৫।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-১০০ মিটারে সোনা জিতলেন কে


অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে সোনা জিতলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোট্ট দ্বীপ পুয়ের্তো রিকোর মোনিকা পুইগ। ফাইনালে মোনিকা জিতলেন ৬-৩,৪-৬,৬-১ জার্মানির অ্যাঞ্জেলা কের্বেরের বিরুদ্ধে।


মিক্সড ডাবলসে সোনা জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জোনাথন সক-বেটানি মাথেক-স্যান্ডস।


পুরুষদের ডবলসে সোনা জেতেন স্পেনের রাফায়েল নাদাল-মার্ক লোপেজ।