Sundar Pichai Birthday: ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন Google CEO
২০১৯ ক্রিকেট বিশ্বকাপে পিচাইয়ের সঙ্গে সচিনের দেখা হয়েছিল এজবাস্টনে।
নিজস্ব প্রতিবেদন: নাম পিচাই সুন্দররাজন, গোটা বিশ্ব তাঁকে চেনে সুন্দর পিচাই (Sundar Pichai) নামেই। পরিচয় গুগল (Google) সিইও। বৃহস্পতিবার ৪৯ বছরে পা দিলেন তিনি। মাদুরাইতে জন্মানো সুন্দর খগড়পুর আইআইটি-র ছাত্র ছিলেন। অনেকেই জানেন না যে, বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যাক্তি ছোটবেলায় স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। বছর পাঁচেক আগে দিল্লির শ্রী রাম কলেজ অফ কর্মাসের (এসআরসিসি) এক অনুষ্ঠানে এসে এই কথা ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। শুধু ক্রিকেটই নয়, পিচাই ফুটবলেরও বড় ভক্ত।
আরও পড়ুন: সালকিয়ার শুভ Bayern Munich র বিশ্ব যুব দলে! বাংলার ছেলের খেলায় মোহিত Gerd Muller
সেদিন এসআরসিসি-তে সুন্দর বলেছিলেন, "আমি কিন্তু ফুটবলের বড় ভক্ত। আমি বার্সেলোনা (Barcelona) ও লিওনেল মেসির (Lionel Messi) ফ্যান। আমার এখনও মনে আছে যখন ছোট ছিলাম, তখন মা আমার ফুটবলের জন্য পাগল হয়ে যেত। মাঝ রাতে উঠে বিশ্বকাপ দেখতাম। তখন ব্রাজিলের খেলা দেখতাম। ক্রিকেট-ফুটবল দু'টোই আমি দেখি। আমিও বহু ভারতীয়র মতো ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছি। আমি সুনীল গাভাস্করের (Sunil Gavaskar) বিরাট ফ্যান ছিলাম। পরে সচিন তেন্ডুলকর আমাকে অনুপ্রাণিত করেছিল।" ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে পিচাইয়ের সঙ্গে সচিনের দেখা হয়েছিল এজবাস্টনে। ভারত-ইংল্যান্ড ম্যাচে হাজির ছিলেন পিচাই। সচিনের সঙ্গে ছবিও তোলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি মন ছুঁয়ে নিয়েছিল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)