নিজস্ব প্রতিবেদন:  মোহনবাগান ক্লাব থেকে খোয়া গিয়েছে গোষ্ঠ পালের পদ্মশ্রী সহ আরও কয়েকটি সম্মান এবং পদক। ক্লাবের তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই কথা কেউ রাখেনি। অপমানে আর অভিমানে ক্লাবের দেওয়া 'মোহনবাগান রত্ন' গত ৮ এপ্রিল, গোষ্ঠ পালের ৪৪তম প্রয়াণ দিবসে তা ক্লাবকেই ফিরিয়ে দেন গোষ্ঠ পালের পরিবার। ২০০৪ সালে মোহনবাগান ক্লাবের তরফে মরণোত্তর 'মোহনবাগান রত্ন' তুলে দেওয়া হয় গোষ্ঠ পালের পরিবারের হাতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



প্রয়ান দিবসেই মরণোত্তর 'মোহনবাগান রত্ন' ক্লাবকে ফিরিয়ে দেয় গোষ্ঠ পালের পরিবার। এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোলে নেমে ছয় সদস্যের কমিটি তৈরি করে মোহনবাগানের কার্যকরী কমিটি। এপ্রিল মাস থেকে এতদিন কেটে গেলেও কিন্তু সেই কমিটি পরিবারের লোকজনকে কিছুই জানায়নি বলে অভিযোগ করেন গোষ্ঠ পালের পুত্র নীরাংশু পাল।


আরও পড়ুন - রবিবারই কেশব দত্তের হাতে 'মোহনবাগান রত্ন' সম্মান তুলে দিলেন বাগান সভাপতি


তাই আজ ২৯ জুলাই, মোহনবাগান দিবসের দিনেই প্রতিবাদের পথ বেছে নেন গোষ্ঠ পালের পরিবার। এদিন ময়দানে গোষ্ঠ পাল মূর্তির পাদদেশে সকাল থেকে বিকেল পর্যন্ত অনশনে বসেন তাঁর পুত্র নীরাংশু পাল এবং পরিবারের অন্যান্য সদস্যরাও।