নিউজিল্যান্ড সিরিজে দলে জায়গা না পেয়ে, হতাশ নন গম্ভীর
দলীপ ট্রফিতে তাঁর মোট রান তিনশো কুড়ি। প্রতি ইনিংসে গড়ে আশিরও বেশি রান করেছেন। তাঁর নেতৃত্বেই দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া ব্লু। তবুও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ব্রাত্য গৌতম গম্ভীর। নির্বাচকদের সিদ্ধান্তকে ঘিরে উঠেছে বিতর্কও। কিন্তু হতাশ নন গম্ভীর। বিতর্ক এড়িয়ে গিয়েছেন দিল্লির এই ব্যাটসম্যান।বরং, গৌতম গম্ভীর চাইছেন নিজের কাজটা ঠিক করে, করে যেতে।
ওয়েব ডেস্ক: দলীপ ট্রফিতে তাঁর মোট রান তিনশো কুড়ি। প্রতি ইনিংসে গড়ে আশিরও বেশি রান করেছেন। তাঁর নেতৃত্বেই দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া ব্লু। তবুও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ব্রাত্য গৌতম গম্ভীর। নির্বাচকদের সিদ্ধান্তকে ঘিরে উঠেছে বিতর্কও। কিন্তু হতাশ নন গম্ভীর। বিতর্ক এড়িয়ে গিয়েছেন দিল্লির এই ব্যাটসম্যান।বরং, গৌতম গম্ভীর চাইছেন নিজের কাজটা ঠিক করে, করে যেতে।
আরও পড়ুন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছেন কে কে জানেন?
তাঁর আশা, নিজের ব্যাটে রান থাকলে, সুযোগ যেকোনও দিনই আসতে পারে। সেই আশাতেই দিন গুনছেন ভারতীয় দলের হয়ে খেলা এই ওপেনার।টেস্ট ক্রিকেটের জৌলুস ফেরাতে গোলাপি বলে খেলার পক্ষে নন গম্ভীর।
আরও পড়ুন ফের রাজধানী দিল্লিতে গণধর্ষণ