নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজে আপত্তি জানালেও ভারতের মাটিতে পাক হকি দলকে খেলার অনুমতি দিল সরকার। ফলে ভারতে বিশ্বকাপ হকি আয়োজনের ক্ষেত্রে অনিশ্চয়তা কাটল বলে দাবি করেছে হকি ইন্ডিয়া। তাদের বক্তব্য বল এখন পাকিস্তানের কোর্টে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'জীবন ঝুঁকি নিয়ে খেলতে নেমেছে ক্রিকেটাররা', দিল্লি দূষণে রিপোর্ট ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের


ভারতের মাটিতে হকি বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে সংশয় কাটল। ভারত সরকার পাকিস্তান দলকে খেলার অনুমতি দিয়েছে বলে জানিয়ে দিল হকি ইন্ডিয়া। হকি ইন্ডিয়ার সিইও ইলেনা নরম্যান জানিয়েছেন তাঁরা পাকিস্তানের খেলার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রক, যুব কল্যান ও প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি চেয়েছিলেন। দুটি দফতর ইতিমধ্যেই অনুমতি দিয়েছে। অন্য দফতরটিও দু-একদিনের মধ্যে অনুমতি দিয়ে দেবে বলেই আশা করছে হকি ইন্ডিয়া। ফলে এখন হকি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহনের বিষয়টি পুরোটাই নির্ভর করছে পাক সরকারের অনুমতির উপর।


আরও পড়ুন- রঞ্জির কঠিন লড়াইয়ে মনোজদের ম্যাচে ডাগ আউটে সৌরভও