নিজস্ব প্রতিবেদন: টিম ইন্ডিয়ার (Team India) হয়ে ৬১টি একদিনের ম্যাচ ও ৬০টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। তাঁর লেগ স্পিনের ছোবলে বিপক্ষের ব্যাটারদের চাপ বেড়ে যায়। এহেন যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) টেস্ট দলে দেখতে চাইছেন ইংল্যান্ডের (England) প্রাক্তন অফ স্পিনার গ্রেম সোয়ান (Graeme Swann)। তাঁর মতে চাহালের প্রতিভার সদ্ব্যবহার করতে হলে তাঁকে এই মুহূর্তে রোহিত শর্মার (Rohit Sharma) টেস্ট দলে নেওয়া উচিত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি সর্ব ভারতীয় সংবাদ সংস্থাকে সোয়ান বলেন, "আমি চাহালের সঙ্গে বসে আড্ডা মারলে সবার আগে জানতে চাইতাম তুমি কেন টেস্ট দলে নেই? নির্বাচকরা রাজি হলে ওকে এখনই টেস্ট দলে নিয়ে নেওয়া উচিত।"



২০১৬ সালে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটিয়ে এখনও পর্যন্ত ১০৪টি উইকেট নিয়েছেন চাহাল। টি-টোয়েন্টি ফরম্যাটেও সফল এই লেগ স্পিনার। একই বছর এই ফরম্যাটে অভিষেক হওয়ার পর এখনও পর্যন্ত চাহালের ঝুলিতে এসেছে ৭৫টি উইকেট। সঙ্গে আইপিএল-এ চমকপ্রদ পারফরম্যান্স তো আছেই। ১৩১টি ম্যাচে ১৬৬টি উইকেট নিয়েছেন তিনি। 


আর তাই সোয়ান যোগ করেন, "আমার মতে চাহাল একজন বিশ্বমানের স্পিনার। বরং একধাপ এগিয়ে বলতে চাই ও এই মুহূর্তে বিশ্বসেরা লেগ স্পিনার। বলের প্রতি ওর কন্ট্রোল, চাপের মুখে ও কঠিন পরিস্থিতিতে বোলিং, বিশেষ করে শিশির পড়লেও চাহাল বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠে। বছরের পর বছর ধরে ও নিজেকে প্রমাণ করেছে। তাই চাহালের এ বার টেস্ট খেলার সময় এসে গিয়েছে।" 


নিজের রাজ্য দল হরিয়ানা ও উত্তরাঞ্চলের হয়ে মাত্র ৩১টি প্রথমশ্রেণির ম্যাচ খেলেছিলেন চাহাল। নিয়েছিলেন ৮৪টি উইকেট। তাই সোয়ানের মতে চাহালকে এ বার টিম ইন্ডিয়ার হয়ে লাল বলের ক্রিকেটে সুযোগ দেওয়ার সময় এসে গিয়েছে।  


আরও পড়ুন: Virat Kohli, Rohit Sharma: কেন ভারতের মহাতারকাদের উপর ক্ষুব্ধ বিসিসিআই? জেনে নিন


আরও পড়ুন: Malti Chahar, Deepak Chahar: মাঠ কাঁপাচ্ছেন দাদা, নেট কাঁপাচ্ছেন সুপার মডেল বোন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)