জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল নিলামের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ নাকি তা সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে পারে। তবে নিলামের আগেই বড় ঘোষণা করে দিল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। ২০২২ সালের আইপিএলজয়ী টিম সহকারি ও ব্যাটিং কোচ হিসেবে বেছে নিল পার্থিব প্য়াটেলকে (Parthiv Patel)। জোড়া দায়িত্ব পেলেন দেশের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার। শুভমন গিল ও রশিদ খানদের এবার সামলানোর পাশাপাশি তাঁদের ব্যাটিংয়ের খুঁটিনাটিও দেখিয়ে দেবেন ১৭ বছরের অভিজ্ঞ ক্রিকেটার। যাঁর ঝুলিতে ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে রয়েছে ২২ হাজারের উপর রান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নবাবের শহরের পরাধীনতায় দমবন্ধ লাগত! রাহুল-বিস্ফোরণে ছিন্নভিন্ন ভারতীয় ক্রিকেট...


এক বিবৃতিতে আহমেদাবাদের ফ্র্য়াঞ্চাইজি লিখেছে, '১৭ বছরের অভিজ্ঞ প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার পার্থিব, সে তাঁর অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞানের সম্পদ আমাদের দলে নিয়ে আসবে। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য টাইটান্সরা প্রস্তুতি নিচ্ছে, পার্থিবের ব্যাটিং কৌশল এবং অন্তর্দৃষ্টি খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পার্থিবের তীক্ষ্ণ ক্রিকেটিং বুদ্ধিমত্তা রয়েছে। তরুণ প্রতিভাদের তাঁর পরামর্শ দেওয়ার ক্ষমতা পরিচি। কোচিং স্টাফকে শক্তিশালী করা এবং খেলোয়াড়দের বিকাশ ও পারফরম্যান্সে অবদানও রাখবেন পার্থিব।'



পার্থিব অতীতে মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউট হিসেবে কাজ করেছেন। মুম্বই এমিরেটসের ব্যাটিং কোচ হিসেবেও পাওয়া গিয়েছে তাঁকে। খেলোয়াড় হিসেবে আইপিএলে একাধিক দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। চেন্নাই সুপার কিংস তাঁকে খাঁটি ব্যাটার হিসাবেই দেখেছে। মুম্বই ইন্ডিয়ান্সের শিরোপা জয়ী দলেরও অংশ ছিলেন তিনি। ২০১৮ সালে আইপিএলে শেষবার তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে। পার্থিব ২৫টি টেস্ট, ৩৮টি ওডিআই ও ২টি টি-২০ আই খেলেছেন। 


আরও পড়ুন: বিরাট স্বস্তি ভারতীয় দলে! বুধেই বাংলার হয়ে মাঠে মহাতারকা, অস্ট্রেলিয়ায় কি খেলবেন?


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)