নিজস্ব প্রতিবেদন: কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে চলছে ভারত-নিউজিল্যান্ড (India and New Zealand) প্রথম টেস্ট। প্রথম টেস্টের প্রথম দিনেই লাইমলাইটে এসেছিলেন এক ব্যক্তি। দর্শকাসনে বসে 'গুটখা চিবিয়ে' ফোনে কথা বলে ভাইরাল হয়ে যান তিনি। সোশ্যাল মিডিয়া তাঁর নামকরণ করে 'গুটখা গাই'! এক ঝলক দেখে মনে হয়েছিল যে, তিনি গুটখা মুখে দিয়েছিলেন। কিন্তু না, সুপারি ছিল তাঁর মুখে। সোশ্যালে রাতারাতি জনপ্রিয় হয়ে যাওয়া 'গুটখা গাই'-এর আসল নাম শোবিত পাণ্ডে। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভাইরাল হওয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনIndia Tour Of South Africa: COVID-19 আতঙ্কেও খেলা হবে! জানিয়ে দিল BCCI



শোবিত বলেন,"প্রথমেই আমি একটা বিষয় পরিস্কার করে বলে দিতে চাই। আমি সুপারি খাচ্ছিলাম। বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলাম। যে আমার সঙ্গেই অন্য স্ট্যান্ডে বসে ম্যাচ দেখছিল। ওই আমাকে জানায় যে আমার ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়ে গিয়েছে।" শোবিতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা হয়ে গিয়েছে বিগত দুই দিনে। নেটিজেনদের অনেকে তাঁর পাশে বসা বোনকে বান্ধবী ভেবেও অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন। এই প্রসঙ্গে শোবিত বলেন, "আমি কোনও ভুল করিনি যার জন্য আমি ভয় পাব বা বিব্রত হব। আমার শুধু একটা বিষয় নিয়েই চিন্তা। বহু মানুষ আমার বোনকে নিয়ে অত্যন্ত খারাপ মন্তব্য করছেন। আমি একাধিক মিডিয়া হাউজ থেকে ফোন পাচ্ছি। সকলেই জানতে চাইছে ঠিক কী হয়েছিল। এবার আমার অত্যন্ত বিরক্ত লাগছে।" খেলার মাঠে ক্যামেরার প্যানে স্থির শটে আসা দর্শকের ভাইরাল হওয়া নতুন কিছু নয়। আইপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ। এমনটা ঘটতেই থাকে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)