ওয়েব ডেস্ক: আজ ৫ নভেম্বর। ২৮ বছরে পা রাখলেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আজ জন্মদিনে বিরাট কোহলি সম্পর্কে জেনে নিন কয়েকটি তথ্য যেগুলো হয়তো আপনার অজানা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) জানেন ড্রেসিংরুমে বিরাট কোহলিকে কী নামে ডাকা হতো শুরুর দিকের দিনগুলোয়? চিকু! হ্যাঁ, ড্রেসিংরুমে তাঁর সতীর্থরা বিরাটকে চিকু নামেই ডাকেন!


২) সচিন তেন্ডুলকর যেমন বাবার মৃত্যুর পরেও না ফিরে হেনরি ওলোঙ্গাকে কুব মেরছিলেন, তেমনই কাহিনি বিরাটেরও। তবে, সেটা ঘরোয়া ক্রিকেটে। রঞ্জি ট্রফিতে কর্নাটকের বিরুদ্ধে খেলা ছিল বিরাটের দিল্লির। কিন্তু বাবার মৃত্যুর দিনেও তিনি ম্যাচ খেলেন।আর দরকারী ৯০ রান করেন দলের পক্ষে।


৩) একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি।


৪) ক্রিকেট ছাড়া বিরাট কোহলি সময় পেলেই যে খেলাটা খেলেন, সেটা হল লন টেনিস।


৫) পড়াশোনার সময় বিরাট কোহলির সবথেকে পছন্দের বিষয় ছিল ইংরেজি এবং ইতিহাস।


আরও পড়ুন বেশি ভালো পেশি মানেই কী বেশি শক্তিশালী?