ওয়েব ডেস্ক: ভারতের জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে 'শ্রেষ্ঠ পছন্দ' কিংবদন্তী জাহির খান, বলছেন আরও এক কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। ভাজ্জির মত, "ভারতীয় দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে জাহিরই শ্রেষ্ঠ"। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩৮ বছরের প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার জাহির খান ৯২টি আন্তর্জাতিক টেস্ট খেলেছেন, উইকেট পেয়েছেন ৩১১টি। ভারতের হয়ে জাহির আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলছেন ২০০টি, তাঁর ঝুলিতে রয়েছে ২৮২টি ওডিআই উইকেট। এছাড়াও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন জাহির, যেখানে তিনি উইকেট পেয়েছেন ১৭টি। 


২০১৫ সালেই আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য  জাহির খান। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর ক্যারিশ্মা এখনও জ্বল জ্বল করছে। এবছরও আইপিএলে জাহির খান দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে নজরকাড়া পারর্ফম্যান্স করেছেন। জাহিরের নেতৃত্বে দিল্লি তেমন একটা ভাল ফল করেনি ঠিকই, তবে তাঁর বোলিং দক্ষতা নিয়ে কোনও সংশয়ই নেই ক্রিকেট মহলে। বরং ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন ভাজ্জির পছন্দের জাহিরকেই যদি ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয় তাহলে উপকৃত হবে ভারতীয় ক্রিকেট দলই।