নিজস্ব প্রতিবেদন: কংগ্রেস বা বিজেপি নয়। রাজনীতির পিচে শেষ পর্যন্ত ‘দুসরা’ বিকল্প বেছে নিলেন হরভজন সিং (Harbhajan Singh)। দুই সর্বভারতীয় দলকে পাশ কাটিয়ে ভাজ্জি যোগ দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টিতে (AAP)। আম আদমি পার্টির হয়ে রাজ্যসভাতেও যেতে পারেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফস্পিনার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্জাব নির্বাচনের আগে থেকেই হরভজনের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল। প্রথমে শোনা যাচ্ছিল ভাজ্জি বিজেপিতে যোগ দিতে পারেন। কিন্তু হরভজন সেই সময় নিজেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। প্রায় একই সময়ে হরভজনের কংগ্রেসে যোগ দেওয়া নিয়েও জল্পনা ছড়ায়। কংগ্রেসের তৎকালীন প্রদেশ সভাপতি নভজ্যোত সিং সিধুর সঙ্গে প্রায় এই সময়ই দেখা করেন ভাজ্জি। দু’ জনের একটি ছবি সিধু নিজেই পোস্ট করেন যা নিমেষে ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে সিধু লিখেছিলেন, "এই ছবিটি খুব সম্ভাবনাময়।" সেই সম্ভাবনাও বাস্তবে রূপ পায়নি।


শোনা যাচ্ছে ভোট মিটতেই ভাজ্জি ঝুঁকে পড়লেন আম আদমি পার্টির দিকে। সদ্য শেষ হওয়া পঞ্জাব বিধানসভা নিরবাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। সুত্রের খবর আগামী মাসে অন্তত পাঁচজনকে রাজ্যসভায় পাঠাতে পারবে কেজরিওয়ালের দল। ভাজ্জিকে রাজ্যসভায় পাঠানোর পাশাপাশি পঞ্জাবের প্রস্তাবিত স্পোর্টস বিশ্ববিদ্যালয়েরও দায়িত্ব দিতে পারে কেজরিওয়ালের দল। 


অতীতে বিভিন্ন জাতীয় ইস্যুতে আওয়াজ তুলেছেন ভাজ্জি। করোনার সময় পরিযায়ী শ্রমিকদের দুর্দশা বা সাম্প্রতিককালের কৃষক বিক্ষোভের মত ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন "টার্বুনেটর'। তখন থেকেই ভাজ্জির রাজনীতিতে যোগের জল্পনা কমবেশি ছিল। সেই জল্পনাতেই এ বার সিলমোহর পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। 


আরও পড়ুন: Mahendra Singh Dhoni: কেন ৭ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামেন? অজানা গল্প শোনালেন 'ক্যাপ্টেন কুল'


আরও পড়ুন: PAKvsAUS: লড়াকু ১৯৬ রানের ইনিংসকে কত নম্বর দিলেন Babar Azam? জানতে পড়ুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)