নিজস্ব প্রতিবেদন: হরভজন সিংয়ের (Harbhajan Singh) কেমন লাগছে চলতি আইপিএল (IPL 2022)? ভারতের প্রাক্তন কিংবদন্তি অফস্পিনার শুধু মাত্র একটি মিম শেয়ার করেই বুঝিয়ে দিলেন। সেই মিমে বলা হচ্ছে যে, এমএস ধোনির অধিনায়কত্ব ছেড়ে দেওয়া থাকে এবি ডিভিলিয়ার্সের আইপিএল না খেলা এসবই বিষয় তুলে ধরা হয়েছে ওই মিমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতবছর ২৪ ডিসেম্বর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন হরভজন। মনে করা হয়েছিল যে, চলতি আইপিএলেই নতুন অবতারে অবতীর্ণ হতে চলেছেন ভাজ্জি। জানা গিয়েছিল ক্রোড়পতি লিগে কোনও একটি দলের সঙ্গে কোচ হিসেবে তিনি যুক্ত হতে পারেন। কিন্তু না, ভাজ্জিকে আইপিএলে সম্প্রচারকারী চ্যানেলের ক্রিকেট পণ্ডিত হিসাবেই দেখা যাচ্ছে।



২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন। শেষ একদিনের ম্যাচও খেলেছিলেন ২০১৫ সালেই। ২০১৬ সালে দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরশাহি। ১০৩টি টেস্টে তাঁর ৪১৭টি উইকেট রয়েছে। ২৩৬টি একদিনের আন্তর্জাতিকে হরভজনের উইকেট সংখ্যা ২৬৯। ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন ভাজ্জি। দেশের হয়ে খেলা ছাড়াও আইপিএল-এর একাধিক দলে তাঁকে দেখা গিয়েছে। চলতি বছর আইপিএল-এর প্রথমার্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি তিনটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেললেও কোনও উইকেট পাননি তিনি। এরপর সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে তাঁকে কোনও ম্যাচ খেলায়নি নাইট টিম ম্যানেজমেন্ট।


মুম্বই ইন্ডিয়ান্সেই আইপিএলের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন ভাজ্জি। আইপিএল-এ হরভজন ম্যাচ খেলেছেন ১৬০টি, উইকেটের সংখ্যা ১৫০। সেরা বোলিং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৮ রানে ৫ উইকেট। ২০১৩ সালের আইপিএল-এ ১৯ ম্যাচে ২৪ উইকেট পান। ২০১৫ সালের আইপিএল-এ ১৮টি, ২০১০ সালের আইপিএলে ১৭টি এবং ২০১১ ও ২০১৪ সালের আইপিএল-এ ১৪টি করে উইকেট দখল করেন। ২০০৮ থেকে ২০১৯ সালের আইপিএল অবধি টানা খেললেও ব্যক্তিগত কারণে ২০২০ সালে মাঠে নামতে চাননি।


আরও পড়ুুন: Virender Sehwag, IPL 2013 : কে Yuzvendra Chahal-কে ঝুলিয়ে দিয়েছিলেন? জবাব চাইছেন বীরু


আরও পড়ুুনPragyan Ojha: 'কিংবদন্তিকে তাঁর মতামতের ব্যাখ্যা দিতে হচ্ছে! ইকোসিস্টেমেই সমস্যা'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)