ভারতের এক বোলারকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন পন্টিং!
হরভজনে ভয় রিকি পন্টিংয়ের। এখনও রাতের ঘুমে মাঝে মাঝেই রিকি পন্টিংকে ভয় দেখান ভাজ্জি!
ওয়েব ডেস্ক: হরভজনে ভয় রিকি পন্টিংয়ের। এখনও রাতের ঘুমে মাঝে মাঝেই রিকি পন্টিংকে ভয় দেখান ভাজ্জি!
ক্রিকেট ইতিহাসে পৃথিবীর সেরা অধিনায়ক তো বটেই সেরা ব্যাটসম্যানদের তালিকায় প্রথম সারিতে নিজের নাম নামাঙ্কিত করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিয়ানয়কও ছিলেন রিকি। মুরলি, মালিঙ্গা, আক্রাম থেকে অ্যান্ডারসন সবাইকেই সাবলীল ভাবেই খেলেছেন। ভয় হয়নি কখনও! তবে এক জন এমন আছেন যে তাঁর রাতের ঘুম কেড়ে নিয়েছিল এবং এখনও প্রায়ই দুঃস্বপ্ন আসে! হরভজন সিং। ভারতের এই স্পিনারকে খেলতেই নাকি ভয় হত রিকি পন্টিংয়ের। হরভজনকে নিয়ে তাঁর দুঃস্বপ্নের কথা নিজেই জানিয়েছেন রিকি।