নিজস্ব প্রতিবেদন: চুটিয়ে ব্যাট করছেন তিনি, ফিল্ডিংয়েও সেই ধার। কিন্ত মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে আইপিএলের (IPL 2021) প্রথম ম্যাচে বল করেননি হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)! কাঁধের সমস্যার জন্যই বল করেননি হার্দিক। এমনটাই জানাচ্ছে মুম্বইয়ের ডিরেক্ট অফ ক্রিকেট অপারেশনস জাহির খান (Zaheer Khan)। দেশের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ফাস্টবোলার মনে করছেন, দ্রুতই বল করবেন হার্দিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হার্দিকের প্রসঙ্গে জাহির বলছেন, "পুরো প্যাকেজ হিসাবে হার্দিকের গুরুত্ব রয়েছে সবসময়। কিন্তু গত ম্যাচে কাজের ধকলের একটা বিষয় ছিল। ইংল্যান্ড সিরিজে ৯ ওভার বল করেছে হার্দিক। ও ফিজিও-র সঙ্গে কথা বলেই বল করেনি। ওর কাঁধ নিয়ে একটু চিন্তা রয়েছে। তবে ভয়ের কিছু নয়। দ্রুতই ওকে বল করতে দেখা যাবে। ঠিক কবে সেটা ফিজিও বলতে পারবেন। আমরা আশাবাদী হার্দিকের হাতে সাদা বল দ্রুত দেখতে পাব।" 


আরও পড়ুন: England টিম বয়কট করতে পারে সোশ্যাল মিডিয়া! নেপথ্যের কারণ অত্যন্ত গুরুতর


জাহির বলছেন যে, হার্দিকের বিকল্প হিসাবে কায়রন পোলার্ডকে নিয়ে তাঁরা ভাবনা-চিন্তা করছেন। জাহির বলছেন, "পোলার্ড তাঁদের ষষ্ঠ বোলিং বিকল্প। ও ধারাবাহিক। অভিজ্ঞ প্লেয়ার। হার্দিককে যবে পাব, ও তবে থেকেই বল করবে। ও আমাদের বোলিং ভাবনায় রয়েছে। আমরা হার্দিকের বোলিং নিয়ে বিশেষ ভাবছি না। এবছরের আইপিএলের ফর্ম্যাট আলাদা। দেখতে গেলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হবে। আমরা এবার ঘরের মাঠে খেলছি না। সেটা মাথায় রাখতে হবে। সেভাবেই খেলতে হবে এই মরসুমে।"